প্যারিস অলিম্পিক ফুটবলের ফাইনাল পিএসজির মাঠে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৬ পিএম, ২৮ জুলাই ২০২২
প্যারিস অলিম্পিক ফুটবলের ফাইনাল পিএসজির মাঠে

২০২৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবে গ্রীষ্মকালীন অলিম্পিকের ৩৩তম আসর। এই আসরে অনুষ্ঠিত হবে ৩২৯ ইভেন্ট। এর মধ্যে ফুটবলের ইভেন্ট দুইটি। এই দুই ইভেন্টের সূচি ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সূচি অনুযায়ী ফাইনাল অনুষ্ঠিত হবে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের ঘরের মাঠ প্রাক দি ফ্রান্স।

অলিম্পিক ফুটবল ইভেন্টে অংশ নেওয়া দেশগুলোর হয়ে অংশ নেয় অনূর্ধ্ব ২৩ দল। তবে সেই দলে খেলতে পারেন যেকোনো বয়সী তিন ফুটবলার। এরপরেও একটিবারের জন্যও কমেনি টুর্নামেন্টটির জৌলুস।

২০২৪ সালের ২৬ জুলাই থেকে শুরু হবে প্যারিস অলিম্পিক। তবে ফুটবল আসর শুরু হবে টুর্নামেন্ট শুরুর একদিন আগে, অর্থাৎ ২৪ জুলাই। আর নারীদের ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ১০ জুলাই। এবারই প্রথমবারের মতো নারীদের ফাইনালের আগে অনুষ্ঠিত হবে ছেলেদের ফাইনাল। আর ফাইনালের ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে প্রাক দি ফ্রান্স!

ফ্রান্সে কোনো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আয়োজনে সাধারণত বেছে নেওয়া হয় দেশটির জাতীয় স্টেডিয়াম স্তাদে দি ফ্রান্সকে। প্যারিস অলিম্পিকের সব আয়োজন ওই স্টেডিয়াম কেন্দ্রিক হওয়ায় ফুটবল ইভেন্টের ফাইনাল হবে প্রাক দি ফ্রান্সে। মূলত স্তাদে দি ফ্রান্সকে ব্যবহার করা হবে অ্যাথলেটিকসের ট্র্যাক অ্যন্ড ফিল্ড ইভেন্টের জন্য।

অলিম্পিকের আয়োজন একটি শহর কেন্দ্রিক হলেও এখানে ভিন্ন অলিম্পিক ফুটবল। বরাবরের মতো প্যারিস অলিম্পিকেও ফুটবল ইভেন্ট আয়োজিত হবে পুরো দেশজুড়ে। এই জন্য ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে প্যারিস, বুদারেক্স, লিওন, মার্শেই, নন্টেস, নিস ও সেন্ট এতিয়েন শহরকে।

অলিম্পিক ফুটবল ছাড়াও অ্যাথলেটিকসের আয়োজনের তারিখও ঘোষণা করেছে আয়োজক কর্তৃপক্ষ। চলতি বছরে ডিসেম্বরে দর্শকদের জন্য ছাড়া হবে টিকিট। ইতিমধ্যেই টিকিটমূল্যও জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিকস ইভেন্টের সময়সূচি চূড়ান্ত

প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিকস ইভেন্টের সময়সূচি চূড়ান্ত

নাগরিকত্ব পাল্টে রাশিয়ান সাইক্লিস্ট এখন ফ্রান্সের

নাগরিকত্ব পাল্টে রাশিয়ান সাইক্লিস্ট এখন ফ্রান্সের

২০৩৬ অলিম্পিক আয়োজক হতে ভারতকে সাহায্যে প্রস্তুত রাশিয়া

২০৩৬ অলিম্পিক আয়োজক হতে ভারতকে সাহায্যে প্রস্তুত রাশিয়া

দেশে যুদ্ধ, প্যারা অলিম্পিকে ইউক্রেনের প্রথম স্বর্ণ

দেশে যুদ্ধ, প্যারা অলিম্পিকে ইউক্রেনের প্রথম স্বর্ণ