নারীদের ইউরোর ফাইনালে জার্মানি, প্রতিপক্ষ ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৮ জুলাই ২০২২
নারীদের ইউরোর ফাইনালে জার্মানি, প্রতিপক্ষ ইংল্যান্ড

নারীদের ইউরো চ্যাম্পিয়নশিপে নবমবারের মতো ফাইনালে উঠলো জার্মানি। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০২২ সালের নারীদের ইউরোতে ফাইনাল নিশ্চিত করেছে জার্মানির মেয়েরা।

ইউরোর ফাইনাল খেলার স্বপ্ন এবারও পূরণ হলো না ফরাসি নারীদের। শেষ পর্যন্ত লড়াই করেও জার্মানির কাছে পরাস্ত হতে হলো তাদের।

বুধবার (২৭ জুলাই) ইংল্যান্ডের ব্যাকিংহামিশায়ারে ২০২২ নারী ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল জার্মানি।

শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে খেলা জমিয়ে তোলে দুই দলের খেলোয়াড়রা। প্রথমার্ধের ৪০তম মিনিটে প্রথম লিড পায় জার্মানি। 

অ্যাস্টন ভিলার জরিমানার তালিকা নিয়ে ফুটবল বিশ্বে‍ ঝড়

দারুণ এক ভলিতে জার্মানির নারীদের এগিয়ে দেন আলেকসান্দ্রা পোপ। যদিও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা।

মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে খেলায় সমতা ফেরায় ফ্রান্স। বিরতির ঠিক আগ মুহূর্তে ৪৫তম মিনিটে কাদিদিয়াতু দিয়ানির দারুণ শট গোলপোস্টে লেগে ফেরার পথে জার্মানির গোলরক্ষক  মেরলে ফ্রোয়েমসের গায়ে লেগে ঢুকে যায় গোলপোস্টের ভিতরে। 

sportsmail24

গোলের পরই বিরতির বাশি বাজান রেফারি। স্কোরবোর্ডে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। 

বিরতি থেকে ফিরেও দুই দল আক্রমণের ধার বজায় রাখে। যদিও ফিনিশিংয়ের ব্যর্থতায় লক্ষ্যভেদ করতে পারছিল না কেউ।

অবশেষে ম্যাচের ৭৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় জার্মানি। ডান পাশ থেকে আসা ক্রসে দারুণ এক হেডে ফ্রান্সের জালে বল পাঠিয়ে নিজের জোড়া গোলের পাশাপাশি দলকে আরও একবার এগিয়ে দেন  ৩১ বছর বয়সী পপ। 

ম্যাচের বাকি সময়ে সর্বোচ্চ চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি ফ্রান্স। ফলে ফাইনালের ওঠার স্বপ্ন অধরায় থেকে গেল তাদের। বিপরীত দিকে নিজেদের নবম ফাইনাল নিশ্চিত করলো জার্মানি। 

রোববার (৩১ জুলাই) ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। শিরোপা জেতার মঞ্চে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। 

এখন পর্যন্ত আটবার ফাইনালে উঠে কখনোই হারের মুখ দেখেনি জার্মানির নারীরা। তাই যতই ঘরের মাঠ হোক না কেন, ফাইনালে জার্মানির বিপক্ষে নিশ্চিতভাবেই চাপে থাকবে স্বাগতিক ইংল্যান্ড। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রতারণার দায়ে অভিযুক্ত নেইমার, হতে পারে দুই বছরের জেল

প্রতারণার দায়ে অভিযুক্ত নেইমার, হতে পারে দুই বছরের জেল

পগবার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

পগবার বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

সুয়ারেজের নতুন ঠিকানা শৈশবের ক্লাব ন্যাসিওনাল

সুয়ারেজের নতুন ঠিকানা শৈশবের ক্লাব ন্যাসিওনাল

থ্রি বাইটস, নো কার্ড!

থ্রি বাইটস, নো কার্ড!