সাফ অনুর্ধ্ব২০ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জোড়া গোল করেছেন বাংলাদেশের যুবা ফুটবলার মোহাম্মদ নোভা। তার গোলেই ভারতকে হারিয়ে চলমান আসরে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ।
আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানের জয় পেয়েছিল বাংলাদেশের যুবারা। ঐ ম্যাচে গোল করতে পারেননি নোভা। তাই ভারতের বিপক্ষে গোল করতে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি।
বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় নোভা বলেন, “সবসময় গোল পাওয়ার চেষ্টা করি। আগের ম্যাচে গোল পাইনি। ইচ্ছা ছিল ভারতের বিপক্ষে গোল করার।”
ম্যাচের আগের দিন বড় ভাইয়ের সঙ্গে ফোনে লম্বা সময় ধরে কথা হয়েছিল নোভার। ভাইয়ের কথাতেই অনুপ্রানিত হয়েছিলেন তিনি। ভাই বলেছিলেন ভারতের মতো বড় দেশকে নিজেদের সামর্থ্য দেখিয়ে দিতে বলে জানান নোভা।
শ্রীলঙ্কার পর ভারতকেও হারালো বাংলাদেশের যুবারা
“ম্যাচের আগের রাতে যখন ভাইয়ের সঙ্গে কথা বলেছি, সে বলেছে, ভারত অনেক বড় রাষ্ট্র, ওদের একটা প্রদেশের সমান আমাদের দেশ। তো ওদেরকে দেখিয়ে দে, আমরা পারি। এই কথাটা সারারাত আমার মাথার ভিতর ঘুরেছে। আমিও ভেবেছি -আমিও দেখিয়ে দেব। চেষ্টা করেছি, দেশকে ভালো কিছু দেওয়ার। আল্লাহর রহমতে সেটা পেরেছি” যোগ করেন তিনি।
তবে এখানেই থেমে থাকতে চান না নোভা। ভারতের বিপক্ষে গোল করার ইচ্ছা পূরণ হয়েছে। এবার পরের ম্যাচে আরও ভালো কিছু করতে চান বাংলাদেশের এই যুবার ফুটবলার।
নোভা বলেন, “গোল দিয়েছি, ভারতকে হারিয়েছি, আমার খুব ভালো লাগেছে। আমার ইচ্ছা ছিল ভারতের বিপক্ষে গোল করার। আল্লাহর রহমতে সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। পরের ম্যাচে চেষ্টা করব দেশকে ভালো কিছু দেওয়ার, দলকে আরও ভালো কিছু দেওয়ার।”
শুক্রবার (২৯ জুলাই) আসরে নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
স্পোর্টসমেইল২৪/এসকেডি