প্রতারণার দায়ে অভিযুক্ত নেইমার, হতে পারে দুই বছরের জেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৯ পিএম, ২৭ জুলাই ২০২২
প্রতারণার দায়ে অভিযুক্ত নেইমার, হতে পারে দুই বছরের জেল

বেশ সাড়া জাগিয়ে ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। সেই দল-বদল নিয়ে অনেকদিন ধরেই বার্সেলোনার আদালতে চলছিল মামলা। সেই মামলার রায় ব্রাজিলিয়ান তারকার বিপক্ষে তাকে দুই বছরের জন্য জেলে যেতে হবে। 

চলতি বছরের ১৭ অক্টোবর বার্সেলোনার আদালতে শুরু হবে এই মামলার শুনানি। তা চলবে প্রায় দুই সপ্তাহ ধরে। এই মামলায় শুধু নেইমার না অভিযুক্ত হিসেবে আছেন তার বাবা-মা এবং সেই সময়কার বার্সেলোনার সভাপতি সান্দ্রো রাসেল ও পরে দায়িত্ব নেওয়া জোসেফ মারিয়া বার্তেমেউ। 

সান্তোসে থাকাকালীন নেইমারের স্বত্ব কিনে নিয়েছিল ব্রাজিলিয়ান প্রতিষ্ঠান ভিআইএস। তারাই বার্সেলোনার সাবেক এই তারকার বিপক্ষে মামলাটি করেছে।

নেইমারকে দলে ভেড়ানোর সময় বার্সেলোনা জানিয়েছিল তাকে দলে ভেড়াতে খরচ হয়েছে ৫৭ মিলিয়ন ইউরো। সেখান থেকে সান্তোস পেয়েছিল ১৭ মিলিয়ন ও নেইমারের পরিবারের ঝুলিতে গিয়েছিল ৪০ মিলিয়ন ইউরো। সান্তোসের পাওয়া ১৭ মিলিয়ন ইউরোর মধ্যে ৬.৮ মিলিয়ন ইউরো পেয়েছিল ভিআইএস।

কিন্তু প্রতিষ্ঠানটির দাবি, নেইমারকে কিনতে বার্সেলোনা খরচ করেছিল ৮৩ মিলিয়ন ইউরো। তবে বার্সেলোনা ও নেইমার বিষয়টি গোপন করে গিয়েছিল। সেই অভিযোগে ২০১৬ সালে মামলাটি করে ভিআইএস।

আরও পড়ুন- জয়ের জন্য ব্রাজিলের নেইমার যাদুর প্রয়োজন নেই: কোচ তিতে

মামলার শুনানি শুরুর আগে নেইমারকে দুই বছর জেল দেওয়ার জন্য আবেদন করেছে ভিআইএসের আইনজীবীরা। তবে এই বিষয়ে ব্রাজিলিয়ান এই তারকা বেশ আগে থেকেই জানিয়ে আসছে, দল-বদল ও অন্যান্য বিষয়গুলো দেখেন তার বাবা। তিনি ফুটবল মাঠেই নিজের নজর ধরে রাখেন।

দল-বদল ছাড়াও স্পেনে সর্বোচ্চ পরিমান কর ফাঁকির তালিকাতেও আছেন নেইমার। বার্সেলোনায় যোগ দেওয়ার পর ৫.৫ মিলিয়ন ইউরো জরিমানা দিয়ে নেইমারকে আদালতে উঠা থেকে বাচিয়েছিল বার্সেলোনা। তবুও তার বিরুদ্ধে রয়েছে বিশাল অঙ্কের কর ফাঁকির অভিযোগ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজির ডেরা ছাড়তে চান না নেইমার

পিএসজির ডেরা ছাড়তে চান না নেইমার

আদালতে আর্জেন্টিনা, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা!

আদালতে আর্জেন্টিনা, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা!

নেইমারের বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

নেইমারের বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

পেনাল্টি আদায় করে সমালোচনার মুখে নেইমার

পেনাল্টি আদায় করে সমালোচনার মুখে নেইমার