সাফ অনুর্ধ্ব’২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার পর ভারতকেও হারিয়েছে বাংলাদেশের যুবারা। বুধবার (২৭ জুলাই) নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
ভারতের মাটিতে সাফ অনুর্ধ্ব’১৯ চ্যাম্পিয়নশিপে বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর আত্মবিশ্বাসী বাংলাদেশে জয়ের লক্ষ্যে নিয়েই মাঠে নামে।
তবে ম্যাচের শুরুতেই বাংলাদেশের রক্ষণভাগের উপর হামলে পড়েছিল ভারতে যুবারা। প্রথম তিন মিনিটেই দুইবার গোলের সুযোগ তৈরি করে স্বাগতিকরা। কিন্তু লক্ষ্যভেদ করতে পারেনি।
কিছুক্ষণ পর সহজ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু লক্ষ্যভেদ করতে না পারায় হতাশ হতে হয় বাংলাদেশের সমর্থকদের।
ম্যাচের ২৯তম মিনিটে প্রথম গোল পায় বাংলাদেশ। ভারতের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে দারুণ এক গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন মোহাম্মদ নোভা।
তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশের যুবারা। মাত্র পাঁচ মিনিট পরেই সমতায় ফেরে ভারত। বাঁ পাশ থেকে উড়ে আসা থ্রোতে প্রায় বাংলাদেশের বক্সের উপর থেকে দারুণ এক হেডে ভারতকে ম্যাচে ফেরান জ্যাংড়া।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি পায় বাংলাদেশ। স্পটকিক থেকে নিজের জোড়া গোলের পাশাপাশি দলকে আরও একবার লিড এনে দেন নোভা। ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৭তম মিনিটে ফ্রি কিক পেয়েছিল ভারত। বাঁ পাশ থেকে জটলার উপর মারার ফ্রি দিক দারুণ দক্ষতায় ঘুষি দিয়ে নিরাপদ দূরত্বে পাঠিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক।
পুরো দ্বিতীয়ার্ধ জুড়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও বাংলাদেশের ডিফেন্ডারদের দারুণ দক্ষতায় ম্যাচে ফিরতে পারেনি ভারত।
যতবারই বাংলাদেশের রক্ষণে ভারত আক্রমণ করেছে ততবারই তাদের খালি হাতে ফিরিয়ে দিয়েছে বাংলার যুবা ডিফেন্ডাররা।
ম্যাচের ৭৭তম মিনিটে দারুণ দক্ষতায় বাঁ পাশ থেকে সহজ একটা সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু সেবারও বাংলাদেশী ডিফেন্ডারদের সাথে পেরে ওঠেনি তারা।
ম্যাচের বাকি সময়ে সর্বোচ্চ চেষ্টা করেও বাংলাদেশের রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি ভারতের যুবারা। রেফারির শেষ বাজি বাজাতেই উল্লাসে মেতে ওঠে বাংলাদেশ। আসরে এটি তাদের টানা দ্বিতীয় জয়।
স্পোর্টসমেইল২৪/এসকেডি