তিন বছরের চুক্তিতে জুভেন্টাস থেকে ইতালিয়ান জায়ান্ট রোমায় যোগ দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। সিরি-এ ক্লাবটিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ জানিয়েছেন দিবালা। এর আগে দিবালাকে রাজার মতো করে বরণ করেন নেন রোমাবাসীরা।
ইউরোপা কনফারেন্স লিগ জয়ী রোমা গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে লিগ শেষ করেছে। জুভেন্টাসের সাথে চুক্তি শেষ করেই দিবালা রোমে গিয়েছেন। দিবালা ছাড়াও ৩৩ বছর বয়সী সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডর মিডফিল্ডার নেমাঞ্জা মাটিচকেও এবারের গ্রীষ্মে দলে টেনেছেন রোমা কোচ হোসে মরিনহো।
২৮ বছর বয়সী দিবালা ২০১৫ সালে পালেরমো থেকে জুভেন্টাসে যোগ দেওয়ার পর তুরিনের জায়ান্ট ক্লাবটির হয়ে সাত বছরে বেশ কয়েকটি শিরোপা জয় করেছেন। তবে ইনজুরির কারণে গত দুই মৌসুম ধরে নিজেকে মেলে ধরতে পারছেন না। এবার রোমার তরুণ দলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করলেন দিবালা।
সংবাদ সম্মেলনে দিবালা বলেন, “জুভেন্টাসে এতো বছর খেলার পর অবশ্যই আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। এ দলটির মধ্যে সব সময়ই জয়ের ক্ষুধা রয়েছে। প্রথম দিনের পর থেকে প্রতিটি দিনই এখানে প্রতিটি খেলোয়াড়ের একটু একটু করে পরিবর্তন হতে থাকে। রোমাতে আমি নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো।”
তিনি আরও বলেন, “নিজের এতদিনের অভিজ্ঞতা কাজে লাগাবো এখানে। বিশেষ করে এখনকার দলটি বেশ তরুণ, তাদের মধ্যে জয়ের মানসিকতা গড়ে তোলার জন্য সহযোগিতা করতে হবে। সবাইকে ইতিবাচক থেকে কঠিন সময় পার করতে হবে।”
Che bello@PauDybala_JR x #ASRoma pic.twitter.com/ILpmCy58Kq
— AS Roma (@OfficialASRoma) July 27, 2022
২০০১ সালে সর্বশেষ সিরি-এ লিগের শিরোপা জিতেছিল রোমা। তবে মরিনহোর অধীনে আবারও নিজেদের শীর্ষ পর্যায়ের লড়াইয়ে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কোচিং ক্যারিয়ারে আটটি ঘরোয়া লিগ জয়ের অভিজ্ঞতা রয়েছে কোচ রমরিনহোর।
জুভেন্টাসের হয়ে পাঁচটি লিগ শিরোপা জয় করেছেন দিবালা। তবে এখনই ২১ বছরের খরা কাটিয়ে রোমাকে লিগ শিরোপা উপহার দেওয়ার বিষয়টি সামনে আনতে চান না এ আর্জেন্টাইন ফরোয়ার্ড।
দিবালা বলেন, “আমি মনে এখনই এ বিষয়ে কথা বলার কিছু নেই। এ মুহূর্তে সকলেরই বেশ কিছু লক্ষ্য আছে। গত বছর রোমা খুবই গুরুত্বপূর্ণ শিরোপা জয় করেছে। এ কারণে ভবিষ্যতের আকাঙ্ক্ষা আরও বেড়ে গেছে।”
গত মৌসুমে দিবালাকে বেশিরভাগ সময়ই মধ্য মাঠে খেলিয়েছেন জুভ বস মাসিমিলিয়ানো আলেগ্রি। এ সম্পর্কে দিবালা বলেন, “মরিনহো যে পজিশনে আমাকের খেলাতে চাইবেন, আমি সব জায়গায় খেলতে রাজি আছি।”
স্পোর্টসমেইল২৪/আরএস