শুরু থেকে শেষ; একই হোটেল, একই অনুশীলন ভেন্যু!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২৭ জুলাই ২০২২
শুরু থেকে শেষ; একই হোটেল, একই অনুশীলন ভেন্যু!

কাতার বিশ্বকাপের পর্দা উঠবে চলতি বছরের নভেম্বরে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর শুরু হওয়ার চার মাস আগে থেকেই শুরু হয়ে গেছে উন্মাদনা।

সম্প্রতি বিশ্বকাপের দলগুলোর জন্য টিম হোটেল ও অনুশীলন ভেন্যুর তালিকা প্রকাশ করেছে ফিফা। আগের বিশ্বকাপের থেকে এই বিশ্বকাপ আলাদা ধাচে অনুষ্ঠিত হবে। শুরু থেকে শেষ পর্যন্ত একই হোটেল ও একই অনুশীলন ভেন্যু ব্যবহার করবে বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দল। 

এর মধ্যে ২৪টি দল কাতারের রাজধানী দোহায় একে অপরের থেকে কম দূরত্বের মধ্যে থাকবে। এছাড়া বেশিরভাগ দলই থাকবে মাত্র ১০ কিলোমিটারের মধ্যে। 

দলগুলো চাইলে ম্যাচের আগের দিন অনুশীলনে ভেন্যুতে না গিয়ে নিজেদের ক্যাম্পেই অনুশীলন করতে পারবে।নিজেদের প্রথম ম্যাচের অন্তত পাঁচ দিন আগে প্রতিটি দলকে তাদের হোটেলে ‘চেক ইন’ করতে হবে। 

কাতার বিশ্বকাপে ‘অফসাইড প্রযুক্তি’ ব্যবহার করবে ফিফা

বিশ্বকাপ চলাকালীন খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম ও অনুশীলনের সুযোগ দিতেই এই ব্যবস্থা নিয়েছে ফিফা, এমনটিই জানিয়েছেন ফিফার প্রধান অপারেটিং কর্মকর্তা কলিন স্মিথ।

তার মতে, একই হোটেল ও অনুশীলন ক্যাম্প হলে টুর্নামেন্টের সময় খেলোয়াড়রা অনুশীলন ও বিশ্রামের জন্য আরও বেশি সময় পাবেন এবং টুর্নামেন্টের উন্মাদনা তাতে আরও বাড়বে।

কাতার বিশ্বকাপ: ফাইনালের আগে ফ্যাশন শো আর কনসার্ট

চলতি বছরের ২১ নভেম্বর সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় আসরের ফিফা বিশ্বকাপের। ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে ২২তম ফুটবল বিশ্বকাপ তথা কাতার বিশ্বকাপ। ফাইনালসহ মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে বিশ্বকাপে। গ্রুপ পর্বে হবে ৪৮টি ম্যাচ।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ

কাতার বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ

কাতার বিশ্বকাপ: টিকিট এখন ‌‘আগে আসলে আগে পাচ্ছেন’

কাতার বিশ্বকাপ: টিকিট এখন ‌‘আগে আসলে আগে পাচ্ছেন’

না খেলেই পূর্ণ পয়েন্ট চায় ব্রাজিল-আর্জেন্টিনা

না খেলেই পূর্ণ পয়েন্ট চায় ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপ উপলক্ষে রাস্তায় আলাদা লেন করছে কাতার

বিশ্বকাপ উপলক্ষে রাস্তায় আলাদা লেন করছে কাতার