প্রিমিয়ার লিগ থেকে অবনমিত স্বাধীনতা ক্রীড়া সংঘ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৭ পিএম, ২৬ জুলাই ২০২২
প্রিমিয়ার লিগ থেকে অবনমিত স্বাধীনতা ক্রীড়া সংঘ

শেখ জামালের বিপক্ষে জিতলে অবনমন এড়াতে পারবে এমন কোনো নিশ্চয়তা ছিল না স্বাধীনতা ক্রীড়া সংঘের। কিন্তু বেঁচে থাকতো প্রিমিয়ার লিগে টিকে থাকার আশা। তবে সেই আশা বাঁচিয়ে রাখতে পারেনি দলটি। শেখ জামালের বিপক্ষে স্বাধীনতা ড্র করেছে ২-২ গোলে।

মঙ্গলবার (২৬ জুলাই) মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ট ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে শেখ জামালের বিপক্ষে মাঠে নেমেছিল স্বাধীনতা ক্রীড়া সংঘ। ম্যাচের শুরু দুই গোল করে চমক তৈরি করেছিল স্বাধীনতা ক্রীড়া চক্র। তবে সেই চমক আর ধরে রাখতে পারেনি। পরে দুই গোল করে ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে শেখ জামাল।

প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে স্বাধীনতার সংগ্রহ মাত্র ১০ পয়েন্ট। লিগ টেবিলের তাদের অবস্থান সবার নিচে। লিগে বাকি আছে মাত্র এক ম্যাচ। সেখান থেকে তাদের উত্থানের কোনো পথ খোলা নেই।

মৌসুমের শুরুর ম্যাচে বসুন্ধরা কিংসকে হারিয়ে চমক দেখানো স্বাধীনতা ক্রীড়া সংঘ নিজেদের সেই ছন্দ ধরে রাখতে পারেনি। লিগে ফেরার মৌসুমেই তাদেরকে আবারও ফিরে যেতে হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে।

আরও পড়ুন- ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি চার ধাপ

এদিকে অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে উত্তর বারিধারার প্রতিপক্ষ ছিল সাইফ স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে উত্তর বারিধারাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে সাইফ স্পোর্টিং। এই হারে দ্বিতীয় দল হিসেবে অবনমনের শঙ্কায় পড়েছে বারিধারা।

২১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে ১১তম স্থানে আছে দলটি। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে ১০ম স্থানে আছে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের বিপক্ষে আরও বেশি সময় খেলতে চান মিরাজুল

ভারতের বিপক্ষে আরও বেশি সময় খেলতে চান মিরাজুল

ট্রফি ছাড়াই আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ‘শিরোপা উদযাপন’

ট্রফি ছাড়াই আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ‘শিরোপা উদযাপন’

প্রিমিয়ার লিগে হ্যাটট্রিট শিরোপা জিতলো বসুন্ধরা কিংস

প্রিমিয়ার লিগে হ্যাটট্রিট শিরোপা জিতলো বসুন্ধরা কিংস

পিছিয়ে পড়েও শেখ রাসেলকে হারালো বসুন্ধরা কিংস

পিছিয়ে পড়েও শেখ রাসেলকে হারালো বসুন্ধরা কিংস