মৌসুম শুরুর আগেই ইনজুরিতে পগবা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৯ পিএম, ২৬ জুলাই ২০২২
মৌসুম শুরুর আগেই ইনজুরিতে পগবা

মাত্র দুই সপ্তাহ আগে ফ্রি ট্রান্সফারে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পুরোনো ঠিকানা জুভেন্টাসে ফিরেছেন পল পগবা। নতুন যোগ দিয়ে মাঠে নামার আগেই ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

প্রাক-মৌসুম প্রস্তুতিতে বর্তমানে মার্কিন মুলুকে আছে জুভেন্টাস। সেখানে ইতালিয়ান দলটির প্রতিপক্ষ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এই দলের বিপক্ষে ম্যাচের একাদশে দেখা মিলবে না পগবার।

সোমবার (২৫ জুলাই) এক বিবৃতিতে পগবার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস। আনুষ্ঠানিকভাবে এখনো নিশ্চিত করেনি ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন এই মিডফিল্ডার।

পগবার সুস্থ হওয়ার অপেক্ষায় থাকা জুভেন্টাস অবশ্য দল-বদলের বাজারে বসে নেই। তারা পিএসজির তারকা ফুটবলার লিওনার্দো পারদেস ও স্কটিশ ক্লাবের মিডফিল্ডার অ্যারন রামসেকে দলে ভেড়ানোর চেষ্টা করছে।

আরও পড়ুন- চুরি গেছে পগবার বিশ্বকাপ জয়ের মেডেল

পারদেসের ব্যাপারে এখনো কিছু জানা না গেলেও জুভেন্টাসে যেত আগ্রহী নন অ্যারন রামসে। মূলত কাতার বিশ্বকাপে ওয়েলস একাদশে জায়গা নিশ্চিত করতে রেঞ্জার্সের হয়ে খেলতে চান তিনি। চলতি বছরের জানুয়ারিতে ধারে তুরিনের ওল্ড লেডিদের ডেরা থেকে ধারে রেঞ্জার্সে যোগ দেন।

চলতি বছরের ১৫ আগস্ট মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে সৌসুলোর বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। এই ম্যাচের আগে পারদেস ও পগবাকে দলে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ অ্যালেগ্রি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনার আচরণে বিরক্ত ডি মারিয়া, যাচ্ছেন জুভেন্টাসে

বার্সেলোনার আচরণে বিরক্ত ডি মারিয়া, যাচ্ছেন জুভেন্টাসে

ভারতের মোহনবাগানে খেলবেন পল পগবার ভাই

ভারতের মোহনবাগানে খেলবেন পল পগবার ভাই

বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় জুভেন্টাস ছেড়েছি: চিয়েলিন্নি

বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় জুভেন্টাস ছেড়েছি: চিয়েলিন্নি

পগবাকে ‘চেনেন না’ জুভেন্টাস কোচ অ্যালেগ্রি

পগবাকে ‘চেনেন না’ জুভেন্টাস কোচ অ্যালেগ্রি