বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ফেবারিট তকমা খ্যাত ব্রাজিল। খেলার প্রথমার্ধে গোল করে এগিয়ে থাকা ব্রাজিলে দ্বিতীয়ার্ধে গোল হজম করতে হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোন দল আর গোল করতে না পারায় ড্রয়েই শেষ ম্যাচটি।
এদিকে রাশিয়া বিশ্বকাপে ফেবারিট খ্যাত দলগুলো যেন প্রথম খেলায় বেশ হোচট খাচ্ছে। গতকাল (শনিবার) আর্জেন্টিনাকে আটকে দিয়েছে বিশ্বকাপে অভিষেক হওয়া আইসল্যান্ড। রোববার দিনের দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে মেক্সিকো। দিনের তৃতীয় ও শেষ ম্যাচেও সুইজারল্যান্ডের সাথে ড্র করলো ব্রাজিল।
ম্যাচের শুরু থেকেই বেশ গতিতে খেলতে থাকে দু’দলই। তবে ২০ মিনিটে ফিলিপে কুতিনহোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। ১-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে পাঁচবারের বিশ্বজয়ীরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সে স্বস্তি আর থাকেনি। ৫০ মিনিটে শাকিরির কর্নার থেকে ম্যাচে সমতা ফেরান স্টিভেন জুবের।
ব্রাজিলের আক্রমণগুলো বারবার ডি-বক্সের বাইরেই ঘুরপাক খাচ্ছিল। নেইমারের অযথা বল নিয়ে সময়ও নষ্ট করেছেন। তবে নেইমারকে কড়া পাহারা ও ট্যাকলের মাধ্যমে শেকলবন্দী করে রেখেছিল সুইজারল্যান্ড।
বিরতির পর গোল পরিশোদ করে অনেকটা গোছানো আক্রমণ করেছে সুইজারল্যান্ড। আক্রমণ, পাল্টা আক্রমণ করলে আর গোলের দেখা পায়রি কোন দল। ৮৮ মিনিটে অবশ্য ভালো সুযোগ পেয়েছিলেন নেইমার। কিন্তু নেইমারের হেড ঠেকিয়ে দেন সুইস গোলরক্ষক ইয়ান সমার। এছাড়া শেষ সময়ে (৯০ মিনিটে) নেইমারের ফ্রিকিক থেকে দারুণ এক হেড করেন ফিরমিনো। সেখানেও বাধা হয়ে দাঁড়ালেন সমার।
যোগ করা সময়েও আক্রমণে ছিল ব্রাজিল। তবে আর গোল না পেয়ে নিজেদের প্রথম ম্যাচে ড্র মেনে নিয়েই মাঠ ছাড়েন নেইমাররা।