প্রাক মৌসুম প্রস্তুতি শুরুর আগে শোনা গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক্লাবের খোঁজে নামা রোনালদোর গন্তব্য এখনো নিশ্চিত হয়নি। গন্তব্য নির্ধারিত না হওয়ায় প্রাক মৌসুম প্রস্তুতির পর দল ম্যানচেস্টারে ফেরার দিনে নিজেও ক্লাবে ফিরেছেন রোনালদো। এখন নতুন গুঞ্জন, তিনি ক্লাবের সাথে আলোচনায় বসবেন।
ব্যক্তিগত কারণে প্রাক মৌসুমের আগে ক্লাবের প্রস্তুতিতে যোগ দেননি। এমনকি ছিলেন না প্রাক মৌসুম প্রস্তুতিতে। দীর্ঘদিন ফুটবল থেকে বাইরে থাকা রোনালদোর দেখা মিলেছে ম্যানচেস্টার শহরে।
ক্লাব ছাড়ার গুঞ্জন থাকা ম্যানচেস্টারে রোনালদোর ফেরার উপলক্ষ্যটা মূলত ক্লাবের সাথে আলোচনায় বসা। চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই ক্লাব ছাড়তে চাওয়া রোনালদোকে আটকে রাখতে চায় ইউনাইটেড।
সেই চাওয়াটাই হয়তো বৈঠকে উত্থাপন করবেন এরিক টেন হাগ। এদিকে চ্যাম্পিয়নস লিগে নাম লেখাতে ব্যর্থ হওয়া রেড ডেভিল ছেড়ে রোনালদোর দৃষ্টি টুর্নামেন্টটিতে খেলতে পারা দলে যোগ দেওয়া।
এই কারণে চেলসি, বায়ার্ন মিউনিখ কিংবা পিএসজির হয়ে খেলার প্রস্তাবও পাঠিয়েছিলেন এই পর্তুগিজ। ক্লাবগুলো অবশ্য সেই প্রস্তাব ফিরিয়েছে। পাশাপাশি, ক্লাবগুলো নানাভাবে বুঝিয়েছে রোনালদোকে তাদের দরকার নেই।
আরও পড়ুন-প্রিমিয়ার লিগে ‘আতশবাজি’ নিষিদ্ধ
ক্লাব ছাড়ার দোলাচলে থাকা রোনালদোর সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের আলোচনার দিকে চোখ পুরো ফুটবল বিশ্ব। সেখানেই সিদ্ধান্ত হতে পারে রোনালদোর ইউনাইটেড ভাগ্য। মূলত এই বৈঠক করতেই ম্যানচেস্টারে ফিরেছেন এই তারকা ফুটবলার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর