সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না মিরাজুল ইসলাম। ডাগআউটে বসেই সতীর্থদের একের পর এক সুযোগ হতাছাড়া হতে দেখছিলেন।
দ্বিতীয়ার্ধে সুযোগ পান মাঠে নামার, আর নেমেই কাঙ্ক্ষিত গোল করে জয় এনে দেন বাংলাদেশকে। ম্যাচ শেষ হওয়ার পর থেকেই মিরাজুল ভাসছেন প্রশংসাবৃষ্টিতে।
টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশকে জয়সূচক গোল এনে দেওয়া মিরাজুল ভারতের বিপক্ষে আরও বেশি সময় খেলতে চান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো বার্তায় বলেন, “শ্রীলঙ্কার বিপক্ষে বিরতির পর নেমেছি, ভারতের বিপক্ষে যদি আরও বেশি সময় খেলার সুযোগ পাই, সেরাটা দেওয়ার চেষ্টা করব। আরও ভালো কিছু করার চেষ্টা করব।”
বদলি নামা মিরাজুলের গোলে বাংলাদেশের উল্লাস
বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন মিরাজ। সেটা পেরে দারুণ উচ্ছ্বসিত এই তরুণ ফুটবলার। শ্রীলঙ্কার বিপক্ষে এই পারফর্মেন্স ধরে রাখতে চান ভারতের বিপক্ষেও।
“খুবই খুশি লাগছে। রুমে ফেরার পর সবাই ম্যাসেজ দিয়েছে। আমিও চেয়েছিলাম বাংলাদেশের মানুষের হাসি দেখতে, সেটা পেরেছি। এখন এই ধারা ধরে রাখতে চাই, ভারতের বিপক্ষে ম্যাচেও” যোগ করেন মিরাজুল।
ট্রফি ছাড়াই আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ‘শিরোপা উদযাপন’
সাফ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ এবার অনুষ্ঠিত হচ্ছে রবিন রাউন্ড লিগ অনুযায়ী। সেক্ষেত্রে গ্রুপপর্বেই সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে ভারতের বিপক্ষে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে ম্যাচের জন্য দেশের সবার কাছে দোয়া চেয়েছেন মিরাজুল। বলেন, “দেশের মানুষের কাছে অবশ্যই কিছু বলার আছে। সামনে ভারতের বিপক্ষে ম্যাচ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভারতের বিপক্ষে ম্যাচটা জিততে পারি।”
স্পোর্টসমেইল২৪/এসকেডি