রোনালদোকে না কেনার জন্য আন্দোলনে অ্যাটলেটিকোর সমর্থকরা!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২৫ জুলাই ২০২২
রোনালদোকে না কেনার জন্য আন্দোলনে অ্যাটলেটিকোর সমর্থকরা!

ক্যারিয়ারে এমন সময় কখনো দেখতে হবে হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি ক্রিস্টিয়ানো রোনালদো। একের পর এক ক্লাবে নিজে প্রস্তাব পাঠিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে তাকে।

এবার তো আরও এক কাঠি উপরে চলে গেছে রোনালদো নতুন ঠিকানার নাটক! স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে সর্বশেষ প্রস্তাব পাঠিয়েছিলেন রোনালদো। প্রথম দফায় সরাসরি না করে দিয়েছে মাদ্রিদের ক্লাবটি। 

তবে বেশ কিছুদিন ধরে স্প্যানিশ গণমাধ্যমে গুঞ্জন উঠেছে শেষ পর্যন্ত পর্তুগিজ এই ফুটবলারকে দলে ভেড়াতেও পারে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই গুঞ্জন ছড়ানোর পর থেকেই আপত্তি জানিয়ে আসছে ক্লাবটির সমর্থকরা। 

এমনকি রীতিমতো অনলাইনে পিটিশন খুলেছে অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকরা। টুইটারে #ContraCR7 লিখে সার্চ দিলেই বুঝতে পারবেন রোনালদোকে নেওয়ার ব্যাপারে তাদের আপত্তি কতটা। 

চুক্তি নবায়ন করলে রোনালদোকে ধারে ছাড়বে ম্যানইউ

পিটিশনে একজন অ্যাটলেটিকো সমর্থক তো রোনালদো এলে সমর্থক হিসেবে নিবন্ধন বাতিল করার হুমকিই দিয়ে রেখেছেন।  বলেন, “এই (রোনালদো) খেলোয়াড় যদি অ্যাটলেটিকোতে আসে, তাহলে আমি ক্লাব সমর্থক হিসেবে নিবন্ধন বাতিল করব। ওর মতো খেলোয়াড়দের জায়গা আমাদের ক্লাব নয়।”

এমনকি শুধু অ্যাটলেটিকো নয় কোনো ক্লাবই যেন রোনালদোকে দলে না ভেড়ায় সে দাবিও জানিয়েছেন একজন। বলেন, “এটা শুধু অ্যাটলেটিকো মাদ্রিদ বলে নয়, সব ক্লাবের সমর্থকদের উচিত রোনালদোকে ত্যাজ্য করা।”

অ্যাটলেটিকো সমর্থকরা মনে করেন রোনালদো এলে অন্য খেলোয়াড়দের ক্যারিয়ারের ক্ষতি হবে। দলের পরিবেশ নষ্ট হবে বলেও মত অনেকের। 

"ও (রোনালদো) দলে এলে ড্রেসিংরুমের পরিবেশ নষ্ট হবে।ও এলেই খেলোয়াড়দের ক্যারিয়ার নষ্ট হবে। এর আগে দিবালার ক্যারিয়ার নষ্ট করেছে ও। এখানে এলে গ্রিজমানের ক্যারিয়ার নষ্ট হবে" বলেন আরেক অ্যাটলেটিকো সমর্থক। 

রোনালদো না থাকলে শেষ দশকে বেশ কয়েকটি শিরোপা জিততে পারতো অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্লাবটির বিপক্ষে ৩৫ ম্যাচে ২৫ গোল রয়েছে পর্তুগিজ স্টারের। সেক্ষেত্রে তার উপর তাদের ক্ষোভ  থাকাটাই তো স্বাভাবিক। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৩ সালে মেসিকে বার্সেলোনায় চান জাভি

২০২৩ সালে মেসিকে বার্সেলোনায় চান জাভি

২০২৪ সাল পর্যন্ত রোনালদোকে ধরে রাখতে পারবে ম্যানইউ, দাবি এরিকের

২০২৪ সাল পর্যন্ত রোনালদোকে ধরে রাখতে পারবে ম্যানইউ, দাবি এরিকের

রোনালদো বায়ার্নে মানিয়ে নিতে পারবে না: অলিভার কান

রোনালদো বায়ার্নে মানিয়ে নিতে পারবে না: অলিভার কান

রোনালদো নিজে প্রস্তাব দিয়েছিলেন, ফিরিয়ে দিলো পিএসজি

রোনালদো নিজে প্রস্তাব দিয়েছিলেন, ফিরিয়ে দিলো পিএসজি