২০২৩ সালে মেসিকে বার্সেলোনায় চান জাভি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০০ পিএম, ২৫ জুলাই ২০২২
২০২৩ সালে মেসিকে বার্সেলোনায় চান জাভি

২০২১ সালে আচমকাই বার্সেলোনার সঙ্গে ১৭ বছরের অধ্যায় শেষ হয়ে আর্জেন্টাইন ফুটবল যাদুকর লিওনেল মেসির। অর্থনৈতিক সংকটে থাকা বার্সেলোনা রীতিমতো বাধ্য হয়ে মেসিকে ছাড়তে।

ফ্রি ট্রান্সফারে দুই বছরের চুক্তিতে তখন মেসিকে উড়িয়ে নিয়ে যায় ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ক্লাবটির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩ সালে।

তখনই যেন মেসিকে ন্যূ ক্যাম্পে ফিরিয়ে আনা হয়, বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার কাছে এমন দাবি করেছেন ক্লাবটির কোচ জাভি হার্নান্দেজ। লাপোর্তাও বলেছেন, মেসিকে ফিরিয়ে আনতে সম্ভাব্য সবকিছুই করবেন। 

অর্থনৈতিক সংকট সামলে বেশ ভালোভাবেই আগাচ্ছে বার্সেলোনা। চলমান গ্রীষ্মকালীন দলবদলে একাধিক খেলোয়াড় দলে ভিড়িয়ে হইচই ফেলে দিয়েছে তারা। জাভীর অধীনে নিজেদের সেরা সময়ে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে স্প্যানিশ ক্লাবটি।

মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় পিএসজি

তবুও, মেসিকে দলে চান জাভি! মেসি যাওয়ার পর বার্সেলোনার পারফর্মেন্স ক্রমাগত অবনতির দিকে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব থেকে বাদ পড়ে খেলতে হয়েছে ইউরোপা লিগ। সেখানেও কোয়ার্টার ফাইনালেই বাদ পড়েছে দলটি।

প্রতি ম্যাচেই মেসির অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে ক্লাবটি। মেসি জায়গা এখন পর্যন্ত কেউই পূরণ করতে পারেননি। 

এদিকে মেসিকে ইতিমধ্যে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে পিএসজি। যদিও মেসি জানিয়ে দিয়েছেন বিশ্বকাপের আগে চুক্তি নিয়ে ভাবতে চাননা তিনি। 

নতুন কোচের অধীনে পিএসজিতে ভালো করবে মেসি, মত মারিয়ার

এছাড়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারেও যেতে পারেন মেসি, এমনও গুঞ্জনও শোনা গিয়েছিল কয়েকদিন আগে। তবে জাভি মনে করছেন ইউরোপিয়ান ফুটবলে মেসির এখনো অনেক কিছুই দেওয়ার বাকি রয়েছে। 

জাভি চাওয়া পূরণ করতে বদ্ধ পরিকর লাপোর্তা। নিজেও একাধিকবার বলেছেন মেসির বার্সেলোনা অধ্যায়ের চূড়ান্ত সমাপ্তি হয়নি। বার্সেলোনার জার্সি গায়ে মেসির আরও সুন্দর শেষ প্রাপ্য। 

পরিস্থিতির চাপে তখন মেসিকে ছাড়তে বাধ্য হলেও এখন সর্বোচ্চ চেষ্টা করবেন মেসিকে ফিরিয়ে আনার। মেসিকে ন্যূ ক্যাম্পে ফিরিয়ে আনাকে নিজেদের দায়িত্ব বলে মনে করছেন বার্সেলোনা সভাপতি। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 

 



শেয়ার করুন :


আরও পড়ুন

রাফিনহার গোলে বার্সেলোনার ‘এল ক্লাসিকো’ জয়

রাফিনহার গোলে বার্সেলোনার ‘এল ক্লাসিকো’ জয়

মেসির পাঁচ গোল সমাচার: যেখানে তিনিই একমাত্র

মেসির পাঁচ গোল সমাচার: যেখানে তিনিই একমাত্র

২০২৬ বিশ্বকাপেও খেলতে পারেন মেসি!

২০২৬ বিশ্বকাপেও খেলতে পারেন মেসি!

মেসি বার্সেলোনা ছাড়ার পর ‘কেদেঁছিলেন’ পিকে

মেসি বার্সেলোনা ছাড়ার পর ‘কেদেঁছিলেন’ পিকে