সর্বোচ্চ চেষ্টা করেও পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কিকে ধরে রাখতে পারেনি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার কাছে তাকে বিক্রি করতে রীতিমতো বাধ্য হয়েছে ক্লাবটি। এবার লেভানডোভস্কির বদলি হিসেবে ২০ মিলিয়ন ইউরো খরচ করে ফরাসি স্ট্রাইকার মাথিস তেলকে দলে ভেড়াচ্ছে বায়ার্ন।
লেভানডোভস্কি থাকা অবস্থায় ইংলিশ ক্লাব লিভারপুল থেকে সেনেগাল ফুটবলার সাদিও মানেকে উড়িয়ে নিয়ে এসেছিল বায়ার্ন। তবে লেভানডোভস্কি যেখানে স্ট্রাইকার সেখানে মানে উইংগার!
ফলে একজন স্ট্রাইকার দলে টানতে চাইবে বায়ার্ন, এটাই ধারণা করেছিলেন একাধিক ফুটবল বিশ্লেষকরা। অবশেষে দুইবারের ফিফা বর্ষসেরা লেভানডোভস্কির বদলিকে দলে ভেড়ালো তারা।
লেভানডোভস্কির বদলি হিসেবে মাত্র ১৭ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার ম্যাথিস তেলকে ২০ মিলিয়ন ইউরোর পাহাড়সম প্রস্তাব পাঠিয়ে হইচই ফেলে দিয়েছে বায়ার্ন। পাঁচ বছরের চুক্তিতে এই তরুণ ফুটবলারকে দলে ভেড়াচ্ছে তারা।
অর্থ না থাকলেও বার্সেলোনা সব ফুটবলার কিনে: ন্যাগেলসম্যান
মাত্র কয়েকদিন আগে ফ্রান্সের অনুর্ধ্ব’১৭ দলে দুর্দান্ত খেলে সবার নজড় কেড়েছিলেন তেল। ফরাসি ক্লাব স্তাদ রেনের মূল দলে মাত্র ১৬ বছর ১১০ দিনে অভিষেক হয়েছে তার। এর আগে রেনের ইতিহাসে সবচেয়ে কম বয়সে মূল দলে খেলার রেকর্ড ছিল এদুয়ার্দো কামাভিঙ্গার।
রেনের হয়ে মাত্র সাত ম্যাচ খেলেই নিজের সামর্থ্যের প্রমান দিয়েছেন তেল। ইতিমধ্যে তাকে ফ্রান্সের নতুন থিয়েরি অরি হিসেবেও আখ্যা দেওয়া হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে বায়ার্ন মিউনিখের সাফল্যের অন্যতম কাণ্ডারি রবার্ট লেভানডোভস্কি। প্রায় প্রতি মৌসুমেই ৩০ এর বেশি গোল করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
এমন একজন স্ট্রাইকারের বদলি পাওয়া খুব একটা সহজ নয়, জানা ছিল বায়ার্ন মিউনিখেরও। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ প্রতিভাবান তেলকেই দলে টেনেছে তারা।
স্পোর্টসমেইল২৪/এসকেডি