চুক্তি নবায়ন করলে রোনালদোকে ধারে ছাড়বে ম্যানইউ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২২ পিএম, ২৫ জুলাই ২০২২
চুক্তি নবায়ন করলে রোনালদোকে ধারে ছাড়বে ম্যানইউ

নতুন ঠিকানায় পাড়ি জমাতে মরিয়া হয়ে উঠেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তাকে ছাড়তে মোটেই রাজি নয় ইংলিশ ক্লাবটি। কিন্তু রোনালদো কিছুতেই থাকতে চান না ওল্ড ট্রাফোর্ডে।

তবে সম্প্রতি ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ইউনাইটেড রোনালদোকে যেতে দিতে রাজি হয়েছে। তবে, তার জন্য শর্তও জুড়ে দিয়েছে তারা। প্রথম হচ্ছে, নতুন ঠিকানায় যেতে হলে রোনালদোকে ধারে যেতে হবে। আর সেটা করতে গেলে তার আগে তাকে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করতে হবে। 

গুঞ্জন রয়েছে চ্যাম্পিয়নস লিগ খেলার জন্যই ইউনাইটেড ছেড়ে যেতে চান রোনালদো। এ কারণেই তার ইচ্ছা পূরণে তাকে ধারে ছাড়তে রাজি হয়েছে ক্লাবটি।

এদিকে ইউনাইটেডের এমন প্রস্তাবে রীতিমতো অবাক হয়েছেন রোনালদো ও তার এজেন্ট জর্জ মেন্ডিস। ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী ধারে যাওয়ার প্রস্তাব বিবেচনা করতেই রাজি নন রোনালদো।

২০২৪ সাল পর্যন্ত রোনালদোকে ধরে রাখতে পারবে ম্যানইউ, দাবি এরিকের

ম্যানচেস্টার ইউনাইটেডের অন্দরমহল রোনালদোর ক্লাব ছাড়তে চাওয়া নিয়ে রীতিমতো হতাশ। পর্তুগিজ এই ফুটবলারের বরাত দিয়ে একাধিক স্পন্সর পাচ্ছে ক্লাবটি। ফলে তাকে ছাড়তে চায় না তারা। 

অন্যদিকে একের পর ক্লাব রোনালদোকে কেনার দৌড় থেকে সরে দাড়াচ্ছে। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ, ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই, ইংলিশ ক্লাব চেলসি সহ স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে নাম জড়িয়েছিল রোনালদোর।

sportsmail24

কিন্তু প্রত্যেক ক্লাবই ঘোষণা দিয়ে জানিয়েছেন তারা রোনালদোকে দলে ভেড়াতে আগ্রহী নয়। আর এখন পর্যন্ত রোনালদোর নতুন ঠিকানাও চূড়ান্ত হয়নি। 

দ্বিতীয় মেয়াদে ওল্ড ট্রাফোর্ডে ফিরে বেশ ভালোই খেলেছেন রোনালদো। ইউনাইটেডের জার্সিতে সব প্রতিযোগীতা মিলে ২৪ গোল করেছেন এই পর্তুগিজ রাজপুত্র। তবে নিজে ভালো খেললেও দলকে নিতে পারেননি চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে।  

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

এগিয়ে থেকেও জিততে পারলো না ম্যানচেস্টার ইউনাইটেড

এগিয়ে থেকেও জিততে পারলো না ম্যানচেস্টার ইউনাইটেড

রাফিনহার গোলে বার্সেলোনার ‘এল ক্লাসিকো’ জয়

রাফিনহার গোলে বার্সেলোনার ‘এল ক্লাসিকো’ জয়

শার্লট এফসির কাছে টাইব্রেকারে হারলো চেলসি

শার্লট এফসির কাছে টাইব্রেকারে হারলো চেলসি

অভিষেক ম্যাচেই হল্যান্ডের গোল, ম্যানসিটির জয়

অভিষেক ম্যাচেই হল্যান্ডের গোল, ম্যানসিটির জয়