দল আগের মৌসুমের চেয়ে ভালো অবস্থায় আছে: আনচেলত্তি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২৪ জুলাই ২০২২
দল আগের মৌসুমের চেয়ে ভালো অবস্থায় আছে: আনচেলত্তি

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। এল ক্ল্যাসিকো হারে খুব বেশি বিচলিত না কোচ। তার মতে সর্বশেষ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতা দলের চেয়ে ভালো অবস্থায় আছে রিয়াল মাদ্রিদ।

রোববার (২৪ জুলাই) লাস ভেগাসে রাফিনহার একমাত্র গোলে ম্যাচ হেরেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান কোচ আনচেলত্তি।

তিনি বলেন, “আমার মনে হয় স্কোয়াড আগের থেকে ভালো অবস্থায় আছে। অনুশীলনে আমরা গভীরতা বুঝতে পারচ্ছি।”

লাস ভেগাসে ম্যাচ হারের কারণ হিসেবে উল্লেখ করেন, “আমার মনে হয় এই ম্যাচে গভীরতার অভাব ছিল। বিশেষ করে প্রথমার্ধে এবং এটা যেকোনো ম্যাচে হতেই পারে।”

ম্যাচের শুরুতে পূর্ণ শক্তির একাদশ নামালেও পরে ফুটবলারদের পরখ করে দেখার নিরিখে তরুণ ফুটবলারদের মাঠে নামান আনচেলত্তি। এর কারণ হিসেবে বলেন, “আমি সবাইকে খেলার সুযোগ দিতে চেয়েছি। তরুণ খেলোয়াড়রা সময় পাক এটাই আমার চাওয়া। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা দারুণ ছিল।”

ইনজুরি সমস্যায় বার্সেলোনার বিপক্ষে মাঠে নামতে পারেননি মাদ্রিদিস্তাদের অভিজ্ঞ স্ট্রাইকার করিম বেনজেমা। কাতালানদের বিপক্ষে না খেললেও ক্লাব আমেরিকার বিপক্ষে ম্যাচে দেখা মিলবে এই ফরাসি তারকার। বিষয়টি নিশ্চিত করেছেন আনচেলত্তি।

বলেন, “ক্লাব আমেরিকার বিপক্ষে তার ৪৫ মিনিট খেলা উচিত। জুভেন্টাসের বিপক্ষে আরো বেশি সময় খেলবে।”

জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের পর উয়েফা সুপার লিগে খেলবে রিয়াল মাদ্রিদ। তাই ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে খেলা একাদশকেই উয়েফা সুপার লিগে খেলাবেন বলেও ইঙ্গিত দিয়ে রেখেছেন আনচেলত্তি।

বলেন, “জুভেন্টাস ম্যাচে একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হবে। উয়েফা সুপার কাপের একাদশ ওই ম্যাচে খেলতে পারে।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

মার্কিন মুলুকে ‘দুয়ো’ শুনলেন পিকে

মার্কিন মুলুকে ‘দুয়ো’ শুনলেন পিকে

রাফিনহার গোলে বার্সেলোনার ‘এল ক্লাসিকো’ জয়

রাফিনহার গোলে বার্সেলোনার ‘এল ক্লাসিকো’ জয়

রিয়ালে আরও ছয় বছর থাকছেন মিলিতাও

রিয়ালে আরও ছয় বছর থাকছেন মিলিতাও

রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা সেরা দল: রাফিনহা

রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা সেরা দল: রাফিনহা