দিন কয়েক আগেই বার্সেলোনায় যোগ দিয়ে রাফিনহা জানিয়েছিলেন কাতালান ক্লাবটি রিয়ালের চেয়ে ভালো দল। নিজের কথার সেই মানটা রেখেছেন অভিষেক এল ক্ল্যাসিকোতে গোল করেই। স্কোরশিটে নাম তুলে দলকে জয়ও এনে দিয়েছেন এই ব্রাজিলিয়ান।
রোববার (২৪ মার্চ) লাস ভেগাসে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এটি প্রীতি ম্যাচ হলেও শুরু থেকেই ছিল উত্তাপে ঠাসা। বিনা যুদ্ধে নাহি দিবো সূচাগ্র মেদিনী মানসিকতায় নেমেছিল দুই দল। অন্য ম্যাচগুলোতে একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালালেও এই ম্যাচে দুই দলের মূল একাদশই মাঠে নেমেছিল।
লাস ভেগাসে এল ক্ল্যাসিকো দিয়েই কাতালান জার্সিতে নিজের অভিষেক ম্যাচে নামেন রবার্ট লেভানডভস্কি। অপরদিকে লস ব্ল্যাঙ্কোসদের জার্সিতে নতুন মৌসুমে নিজেকে প্রমাণের অপেক্ষায় থাকা এডেন হ্যাজার্ডও এদিন মাঠে নেমেছিলেন। তবে ইনজুরির কারণে মাঠের বাইরে বসেই দলের হার দেখেছেন বেনজেমা ও দানি কারভাহালরা।
ম্যাচের ২৭তম মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। অবশ্য এই গোল হজমের দায়টা ঠিক এড়াতে পারবেন না এডার মিলিতাও। বল ক্লিয়ার করতে গিয়ে বল ঠেলে দেন রাফিনহার পায়ে। সেখান থেকেই গোল হজম করে গ্যালাক্টিকোসরা।
এর আগে ও পরে বেশ কয়েকবারই আক্রমণ-প্রতি আক্রমণে এগিয়েছিল ম্যাচ। কিন্তু কাঙ্ক্ষিত সেই গোলের দেখা মেলেনি কোনো দলেরই। শেষ পর্যন্ত রাফিনহার ওই গোলই নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য।
পুরো ম্যাচ জুড়ে দুই দলই যে একের পর এক আক্রমণে নিজেদের এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে তা পরিসংখ্যানও বলে। ম্যাচে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের জাল লক্ষ্য করে ১১ শট নিয়েছিল। বিপরীতে বার্সেলোনার নিয়েছিল ১৩ শট। রিয়াল মাদ্রিদ কোনো কর্নার আদায় করতে না পারলেও বার্সেলোনা নিয়েছিল ৮ কর্নার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর