বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দেশের শীর্ষ ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস। তবে প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচ খেলার আগেই হ্যাটট্রিক শিরোপার ট্রফি হাতে নিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে চিঠি দিয়েছে বসুন্ধরা কিংস। এছাড়া পরবর্তীতে ট্রফি গ্রহণ করবে না বলেও হুশিয়ারি দিয়েছে।
প্রিমিয়ার লিগের রীতি অনুযায়ী লিগের খেলা শেষ হওয়ার পর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবারও সেই পথেই হাঁটছিল বাফুফে। তবে লিগের শেষ ম্যাচের আগের ম্যাচেই ট্রফি চেয়ে চিঠি দিয়েছে বসুন্ধরা কিংস।
সোমবার (২৫ জুলাই) নিজেদের ভেন্যু কিংস অ্যারেনায় রানার্সআপ দল আবাহনীর বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। ওই ম্যাচের পরই প্রিমিয়ার লিগে নিজেদের হ্যাটট্রিক শিরোপার ট্রফি হাতে নিয়ে উল্লাস করতে চায় তারা। এক ম্যাচ বাকি থাকতে ট্রফি চাওয়ার কারণও অবশ্য ব্যাখ্যা করেছে দেশের এই শীর্ষ ফুটবল ক্লাবটি।
প্রিমিয়ার লিগে হ্যাটট্রিট শিরোপা জিতলো বসুন্ধরা কিংস
বসুন্ধরা কিংসের পক্ষ থেকে জানানো হয়, পরের ম্যাচে অর্থাৎ, দুই দলেরই শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার বাইরে। সে ক্ষেত্রে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ধলকে ভিন্ন ভিন্ন মাঠ থেকে পুরস্কার গ্রহণ করতে হবে। এছাড়া এমন পরিস্থিতিতে বাফুফে কর্মকর্তাদের ঢাকার বাইরে যাওয়ার বিষয়ও কঠিন বলে উল্লেখ করা হয়েছে।
তবে সোমবারের (২৫ জুলাই) ম্যাচে আবাহনী এবং কিংসের সকল কর্মকর্তা এবং মিডিয়া উপস্থিতি থাকবে বলে সেখানেই তারা ট্রফি গ্রহণ করতে চায়। চিঠিতে অবশ্য হুশিয়ারিও দিয়েছে বসুন্ধরা কিংস। বলা হয়, সোমবার (২৫ জুলাই) ট্রফি না পেলে পরবর্তীতে বসুন্ধরা কিংস সেটি আর গ্রহণ করবে না।
স্পোর্টসমেইল২৪/আরএস