প্রাক মৌসুম প্রস্তুতিতে নিজেদের চতুর্থ ম্যাচে প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলার সাথে এগিয়ে থেকেও জয় তুলে নিতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। দুই গোলে এগিয়ে থেকেও ড্র করে মাঠে ছাড়ে এরিক টেন হাগের শিষ্যরা। ব্যক্তিগত কারণে এই ম্যাচেও খেলেননি দলটির বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
শনিবার (২৩ জুলাই) অস্ট্রেলিয়ার অপটাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রেখেছিল ইউনাইটেড। স্রোতের বিপরীতে অ্যাস্টন ভিলা শুরুর দিকে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা পারেনি।
উল্টো ম্যাচের ১২তম মিনিটে রেফারির সাথে দ্বন্দ্বে জড়িয়ে হলুদ কার্ড দেখেন অ্যাস্টন ভিলার ব্রাজিলিয়ান ফুটবলা কৌতিনহো। এর ১২ মিনিট পরেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।
ডি বক্সের ভিতর লুক শ’র দারুণ এক পাসে দলকে এগিয়ে জের্ডান সানচো। গোল খেয়ে হুঁশ ফেরে ভিলার। তবে ম্যাচের ৪১তম মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান অ্যাস্টন ভিলার ক্যাশ।
পরে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউনাইটেড। বিরতি থেকে মুদ্রার উল্টো পিঠ দেখতে শুরু করে এরিক টেন হাগের শিষ্যরা। বিরতি থেকে ফেরার তিন মিনিটের মাথায় এমিলিয়ানো বুয়েন্দিয়ার কাছ থেকে বল কোনাকুনি শটে ডি গিয়াকে বোকা বানান বেইলি। এতেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় দলটি।
এরপরে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ আগালেও জালের দেখা পায়নি কোনো দল। তবে ম্যাচের শেষ বাঁশি বাঁজার আগ মুহূর্তে বেইলির সহযোগিতায় ইউনাইটেডের জালে বল জাড়ান ইংলিশ ডিফেন্ডার চেম্বারস।
শেষ পর্যন্ত এগিয়ে থেকেও জয় বঞ্চিত থেকে মাঠ ছাড়তে হয় ইউনাইটেডকে। পুরো ম্যাচে অবশ্য খুব বেশি আধিপত্য দেখাতে পারেননি ইউনাইটেড। পুরো ম্যাচে অ্যাস্টন ভিলার জাল লক্ষ্য করে মাত্র ৭ টি শট নিতে পেরেছিল। অপরদিকে জেরার্ডের শিষ্যরা নিয়েছিল ১০ শট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর