স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ডিফেন্সের অন্যতম ভরসা হয়ে উঠেছেন এডার মিলিতাও। ২০১৯ সালে পর্তুগিজ ক্লাব পোর্তো থেকে স্প্যানিশ দলটিতে যোগ দেওয়া এই ব্রাজিলিয়ানের সাথে আরও ছয় বছরের চুক্তি করছে রিয়াল মাদ্রিদ। বিষয়টি নিশ্চিত করেছে স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যম।
২০১৯ সালে ক্লাবটিতে যোগ দেওয়ার পর নিয়মিত একাদশে জায়গা পেতে বেশ বেগ পেতে হয়েছে মিলিতাওকে। তবে ২০২১-২২ মৌসুমের আগে সার্জিও রামোস ক্লাব ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই একাদশে নিয়মিত হয়েছেন তিনি।
সর্বশেষ মৌসুম চ্যাম্পিয়নস লিগ জয়ের পর পুরাতন ফুটবলারদের সাথে চুক্তির মেয়াদ দীর্ঘ সময়ের জন্য বাড়াতে মরিয়া হয়েছে রিয়াল মাদ্রিদ। এরই অংশ হিসেবে ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোর সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছে দলটি। এবার ২০২৮ সাল পর্যন্ত মিলিতাওকেও নিজেদের অংশ করে নিলো রিয়াল।
এই সময়ের মধ্যে ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে নিজেদের দলে ভেড়াতে অন্য ক্লাবগুলোকে খরচ করতে হবে ৫০০ মিলিয়ন ইউরো। কারণ, তার নামের পাশে প্রাইস ট্যাগ হিসেবে এটিই লাগিয়ে দিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।
রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত ৯১ ম্যাচে খেলেছেন এডার মিলিতাও। ক্লাবটির হয়ে তার নামের পাশে এখন পর্যন্ত যুক্ত হয়েছে ১৭ হলুদ কার্ড ও দুইটি লাল কার্ড। গোল করতেও বেশ পারদর্শী এই ডিফেন্ডার। এখন পর্যন্ত রিয়ালের হয়ে ৪ করে গোল ও অ্যাসিস্ট করেছেন।
রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার ব্রাজিল দলেরও গুরুপূর্ণ অংশ। ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচে করেছেন ১ গোল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর