শেষ মুহূর্তের গোলে মিসরকে হারালো উরুগুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০২ পিএম, ১৫ জুন ২০১৮
শেষ মুহূর্তের গোলে মিসরকে হারালো উরুগুয়ে

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে মিসরের বিপক্ষে জয় পেল উরুগুয়ে। প্রথমার্ধে গোলের দেখা না পেল না শেষ মুহূর্তে হোসে গিমেজেনের গোলে ১-০ ব্যবধানে জয় পায় সুয়ারেজের দল।

খেলার প্রথম থেকেই প্রায় সমান সমান লড়েছিল দুই দল। ফলে গোল শূন্য ব্যবধানে প্রথমার্ধ শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা এগিয়ে যান সুয়ারেজরা। সালাহবিহীন মিসরকে মুহুর্মূহু আক্রমণে রাখেন। তবুও যেন কাঙ্ক্ষিত গোলের দেখা মিলতেছিল না।

ম্যাচের ৮৯ মিনিটে কর্নার কিক থেকে হেড করে জয় সূচক একমাত্র গোলটি করেন হোসে গিমেজেন। শেষ মুহূর্তের গোলে আনন্দের উত্তেজনা বিরাজ পুরো উরুগুয়ে সমর্থকদের মাঝে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ একটি সুযোগ পেয়েছিল উরুগুয়ে। ৪৭ মিনিটে কাভানির কাছ থেকে বল পেয়ে ডানদিক থেকে বার্সা তারকা সুয়ারেজর শট আটকে দেয় মিসর গোলরক্ষক এল শেনাউইয়। ফলে একটুর জন্য গোল বঞ্চিত হয়।

৮৩তম মিনিটে ম্যাচের সবচেয়ে বড় রক্ষা করেন মিসর গোলরক্ষক। ডি বক্সের একটু বাইরে হেডে কাভানির কাছে বল দেন সুয়ারেজ। দুর্দান্ত এক ভলিতে গোল প্রায় করেই ফেলেছিলেন কাভানি। লাফ দিয়ে এক হাত ছুঁইয়ে সেই বলটা বাইরে পাঠিয়ে দেন শেনাউই।

খেলার ৮৭ মিনিটে কাভানিকে ডি বক্সের একটু বাইরে ফাউল করে বসে মিসর। এবার পিএসজি স্ট্রাইকারের দুর্দান্ত শট ফেরত আসে বারে লেগে। তবে দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে সময় নেয়নি উরুগুয়ে। গোলবারে লেগে ফিরে আসে বল।

তবে খেলার ৮৯ মিনিতে আর ভুল করে উরুগুয়ে। কার্লোস সানচেজের ফ্রি-কিক থেকে দারুণ এক হেড করে হোসে গিমেনেজ বল পাঠিয়ে দেন মিসরের জালে। ফলে ১৯৭০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয়ে দেখা পায় উরুগুয়ে।



শেয়ার করুন :


আরও পড়ুন

সৌদিকে ৫-০ গোলে হারিয়ে শুভ সূচনা করলো রাশিয়া

সৌদিকে ৫-০ গোলে হারিয়ে শুভ সূচনা করলো রাশিয়া

জার্মানির বিপক্ষে প্রতিশোধ নিতে চান নেইমার

জার্মানির বিপক্ষে প্রতিশোধ নিতে চান নেইমার

২০২৬ বিশ্বকাপের স্বত্ব নিয়ে ম্যারাডোনার অসন্তুষ্টি

২০২৬ বিশ্বকাপের স্বত্ব নিয়ে ম্যারাডোনার অসন্তুষ্টি

ফুটবল বিশ্বকাপের মাঠে থাকবে বাংলাদেশের নাম

ফুটবল বিশ্বকাপের মাঠে থাকবে বাংলাদেশের নাম