চলতি বছরের জুনে ইবিজার দ্বীপে ছুটি কাটানোর সময় ধর্ষণের অভিযোগে আটক হওয়া জার্মান ফুটবলার আতাকান কারাজোর ৫০ হাজার ইউরোতে জামিনে মুক্তি পেয়েছেন। আতাকান কারাজোর আইন কর্মকর্তারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিন পেলেও স্টুটগার্টের ২৫ বছর বয়সি এ ফুটবলারকে আদালতে নিয়মিত হাজিরা দিতে হবে এবং কোনো অবস্থাতেই ভুক্তভোগির সঙ্গে যোগাযোগ করতে পারবেন না বলে জানিয়েছেন আদালত।
১৮ বছর বয়সি এক নারীকে ধর্ষণের অভিযোগে একজন বন্ধুসহ গ্রেপ্তার হওয়ার পর থেকেই কারাগারে ছিলেন কারাজোর। দুইজনের বিরুদ্ধেই ‘যৌন নিপীড়নের’ অভিযোগ আনা হয়। আদালতের একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যে জামিনের সমুদয় অর্থ পরিশোধ করেছেন ওই ফুটবলার।
গ্রেপ্তারের পরপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টুটগার্ট ওই খেলোয়াড়ের প্রসঙ্গে জানানো হয়, “তিনি অপরাধমূলক কাজের বিষয়টি অস্বীকার করেছেন।” তবে রক্ষণাত্মক ওই মিডফিল্ডারকে কেন গ্রেপ্তার করা হয়েছে, সেই বিষয়টি পরিস্কার করেনি ক্লাবটি। গত মৌসুমে স্টুটগার্টের হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন কারাজোর।
স্পোর্টসমেইল২৪/আরএস