ছয় মাসের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস। এরপর নতুন করে চুক্তির মেয়াদ না বাড়ানোয় ক্লাবটি ছেড়ে মেক্সিকোতে পাড়ি জমিয়েছেন আলভেস। সেখানে শীর্ষ লিগের ক্লাব পুমাসের হয়ে খেলবেন তিনি।
মেক্সিকান ক্লাবটি তাদের ওয়েবসাইটে দানি আলভেসের সাথে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। আপাতত এক বছরের জন্য চুক্তি হয়েছে। তবে ভবিষ্যতে এই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রেখেছে দুই পক্ষ।
২০০৮-১৬ সাল পর্যন্ত বার্সেলোনায় প্রথম মেয়াদে খেলেছিলেন দানি আলভেস। সেইবার দলটির হয়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছিলেন এই ব্রাজিলিয়ান। সেখান থেকে জুভেন্টাস, বায়ার্ন হয়ে ফিরেছিলেন নিজ দেশে।
নিজ দেশের ক্লাব সাও পাওলোর হয়ে খেলা শুরু করেছিলেন। চুক্তির মাঝপথে বকেয়া নিয়ে ঝামেলা শুরু হলে ক্লাব ছেড়ে আবারও পাড়ি জমান বার্সেলোনায়। এখানে খেলেছিলেন ছয় মাস। পরে চুক্তির মেয়াদ না বাড়ানোয় আবারও ক্লাব ছাড়া হয়ে পড়েন।
তবে খুব বেশিদিন ক্লাব ছাড়া হয়ে থাকতে হয়নি তাকে। নতুন ক্লাব হিসেবে যোগ দিচ্ছেন মেক্সিকান ক্লাব পুমাসে। ২০২২ কাতার বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়েই ক্লাবটিতে যোগ দিয়েছেন এই ব্রাজিলিয়ান।
মেক্সিকান ক্লাব পুমাসের হয়ে নিজের সাবেক ক্লাব বার্সেলোনার মুখোমুখি হওয়ার সুযোগ পাচ্ছেন দানি আলভেস। চলতি বছর হুয়ান গ্যাম্পার ট্রফিতে কাতালান প্রতিপক্ষ হবে এই মেক্সিকান ক্লাবটি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর