নিজের অর্থনৈতিক মন্দা কাটাতে ২০২২-২৩ মৌসুমের দল-বদল শুরুর আগে টিভি স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল বার্সেলোনা। ২৫ শতাংশ বিক্রির কথা থাকলে বিক্রি করেছিল ১০ শতাংশ। বাকি অংশটুকুও এবার বিক্রি করে দিচ্ছে ক্লাবটি।
চলতি বছরের জুনে টিভি স্বত্বের ১০ শতাংশ বিক্রি করে বার্সেলোনা। ২০৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে সেটি কিনে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান সিক্সথ স্ট্রিট। এক মাস না পেরোতেই আরো ১৫শতাংশ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি।
টিভি স্বত্বের বাকি ১৫শতাংশও কিনে নিবে সিক্সথ স্ট্রিট। ১৫শতাংশ কিনতে সিক্সথ স্ট্রিটের খরচ হবে ৩৩০ মিলিয়ন ইউরো।
চলতি বছরের ১৬ জুনে বার্সেলোনা তাদের এজিএমে টিভি স্বত্বের ২৫ শতাংশ এক বা একাধিক প্রতিষ্ঠানের সিদ্ধান নিয়েছিল। দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান খুঁজে না পাওয়ায় যুক্তরাষ্টের প্রতিষ্ঠান সিক্সথ স্ট্রিটের কাছে বাকি ১৫ শতাংশও বিক্রি করে দিলো প্রতিষ্ঠানটি।
টিভি স্বত্ব ছাড়াও মার্চেন্ডাইজ স্বত্বের ৪৯.৯৯ শতাংশও বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। টিভি ও মার্চেন্ডাইজ স্বত্ব থেকে ৬০০ মিলিয়ন জোগাড় করতে পারছে ক্লাবটি।
কিছুদিন আগে বার্সেলোনার আর্থিক কমিটির প্রধান এডুয়ার্দো রোমেউ বলেছিলেন ক্লাব বাঁচাতে ৫০০ মিলিয়ন ইউরোই যথেষ্ট। তবে বার্সেলোনা যোগাড় করে নিয়েছে ৬০০ মিলিয়ন ইউরো। এবার হয়তো ঘুরে দাঁড়াবে ক্লাবটি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর