বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা ডি পলের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২২ জুলাই ২০২২
বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা ডি পলের

আর্জেন্টিনার মিডফিল্ডের অন্যতম ভরসার রদ্রিগো ডি পল। কোপা আমেরিকার জয়ে বড় ভূমিকা রাখা এই মিডফিল্ডারকে ছাড়াই বিশ্বকাপের মঞ্চে নামতে হতে পারে আলবিসেলেস্তাদের। মূলত সাবেক প্রেমিকার করার এক মামলার বেড়াজালে পড়ে তাকে ছাড়াই বিশ্বকাপ খেলতে পারে লিওনেল স্ক্যালোনির শিষ্যদের।

সাবেজ প্রেমিকার ক্যামিলা হোমসের সাথে আইনি ঝামেলায় জড়িয়েছেন রদ্রিগো ডি পল। মূলত সন্তানের দেখাশুনা ও আর্থিক ভরণ-পোষণ নিয়ে আইনি ঝামেলায় রয়েছেন এই মিডফিল্ডার। কাতার বিশ্বকাপের আগে এই ঝামেলা না মিটলে তাকে ছাড়াই বিশ্বকাপ খেলতে হবে আর্জেন্টিনাকে।

কারণ, কাতার বিশ্বকাপের নিয়ম অনুযায়ী দেশটির ভিসা পেতে হলে তাদের বিপক্ষে কোনো আইনি জটিলতায় জড়ানো যাবে না। সেই কারণেই রদ্রিগো ডি পলের বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হতে পারে জটিলতা।

রদ্রিগোর বিষয়টি স্বীকার করেছেন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাদিও তাপিয়া। তিনি বলেন, “কাতারে যেতে হলে কোনোরকম ফৌজদারি মামলার অভিযোগ থাকা চলবে না, যেটার এখনো রায় হয়নি। কিংবা লিঙ্গবৈষম্য এবং এমন কোনো আইনি অভিযোগ থাকা যাবে না। ফিফার নিয়মনীতি পড়ে আমরা এটাই বুঝেছি।”

তাপিয়ার ধারণা খুব দ্রুতই ঝামেলামুক্ত হবেন রদ্রিগো ডি পল। এই বিষয়ে তিনি বলেন, “আমি রদ্রিগো দি পলকে ভালোভাবেই চিনি। সন্তানের প্রতি তাঁদের ভালোবাসাটা আমি জানি। আমার মনে হয় সবকিছুই ভালোয় ভালোয় মিটে যাবে।”

ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর এই খবর উড়িয়ে দিয়েছে আর্জেন্টাইন গণমাধ্যমগুলো। তারা জানিয়েছে, রদ্রিগোকে নিয়ে এই রকম মন্তব্য করেননি আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাদিও তাপিয়া।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

তিন বছরের চুক্তিতে রোমায় দিবালা

তিন বছরের চুক্তিতে রোমায় দিবালা

আদালতে আর্জেন্টিনা, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা!

আদালতে আর্জেন্টিনা, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা!

এক বছরের চুক্তিতে জুভেন্টাসে ডি মারিয়া

এক বছরের চুক্তিতে জুভেন্টাসে ডি মারিয়া

মার্শেইয়ের দায়িত্ব ছাড়লেন আর্জেন্টিনার সাবেক বস সাম্পাওলি

মার্শেইয়ের দায়িত্ব ছাড়লেন আর্জেন্টিনার সাবেক বস সাম্পাওলি