বকেয়া অর্থ না পাওয়ায় নাইজেরিয়ার‍ নারী ফুটবলারদের ট্রেনিং বয়কট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২১ জুলাই ২০২২
বকেয়া অর্থ না পাওয়ায় নাইজেরিয়ার‍ নারী ফুটবলারদের ট্রেনিং বয়কট

নারী আফ্রিকান কাপ নেশনসের সেমি-ফাইনাল থেকে বাদ পড়েছে নাইজেরিয়া। সেমি-ফাইনাল থেকে বাদ পড়লেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বাকি আছে দলটির। কিন্তু এই ম্যাচের আগে অনুশীলন সেশন বয়কট করেছে দেশটির নারী ফুটবলাররা। কারণ, তাদের বকেয়া এখনো পরিশোধ করেনি নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন (এনএফএফ)।

নারীদের আফ্রিকান কাপ নেশনসের স্কোয়াডে থাকা ফুটবলারদের প্রায় ১০ হাজার ডলার বোনাস পাওনা হয়েছে। সেই কারণেই অনুশীলন সেশন বয়কট করেছে তারা।

আফ্রিকার বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, প্রত্যেক ফুটবলারকে দিনপ্রতি ১০০ ডলার করে ভাতা দেওয়ার কথা এনএফএফের। এছাড়াও গ্রুপ পর্বের ম্যাচ জিতলে ৩ হাজার ডলার ও ড্র করলে দেড় হাজার ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

কিন্ত বোরসোয়ানা, বুরন্ডি ও ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ জেতার পর এখনো সেই জয়ের বোনাস পায়নি তারা। সেই কারণে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে অনুশীলন সেশন বয়কট করেছে তারা।

এই বিষয়ে নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা জানিয়েছে, “কাসাব্লাঙ্কায় ফুটবলাররা তাদের নির্ধারিত অনুশীলন সেশনে যেতে অনাগ্রহ প্রকাশ করেছে। মূলত বোনাসের অর্থ তাদের ব্যাংক একাউন্টে জমা না হওয়ায় তারা অনুশীলন বয়কট করেছে।”

অর্থনৈতিক দিকে খুব বেশি স্বচ্ছল নয় নাইজেরিয়া ফুটবল ফেডারেশন। সরকারের দেওয়া আর্থিক সহায়তার ভিত্তিতে চলে দেশটির ফুটবল ফেডারেশন। তাই বিষয়টি নিয়ে ফুটবলারদের সাথে সমাঝোতার চেষ্টা চালাচ্ছে নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন।

অবশ্য নাইজেরিয়া জাতীয় দলের সাথে ফেডারেশনের আর্থিক ঝামেলার বিষয়টি মোটেও নতুন না। এর আগে ২০১৪ ও ২০১৬ সালে আফ্রিকান কাপ অব নেশনস চলাকালীন ফেডারেশনের সাথে দ্বন্দ্বে জড়িয়েছিল নাইজেরিয়া জাতীয় দল। এছাড়াও ২০১৯ সালে নারী বিশ্বকাপ চলাকালীন এই আর্থিক সমস্যার কারণে অনুশীলন বয়কট করেছিল নাইজেরিয়ার নারীরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের গরম নিয়ে ‘বিড়ম্বনায়’ বেল

যুক্তরাষ্ট্রের গরম নিয়ে ‘বিড়ম্বনায়’ বেল

ভিদালের নতুন ঠিকানা ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গো

ভিদালের নতুন ঠিকানা ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামিঙ্গো

যুক্তরাজ্যে চ্যাম্পিয়নস লিগের সম্প্রচার স্বত্ব কিনলো অ্যামাজন

যুক্তরাজ্যে চ্যাম্পিয়নস লিগের সম্প্রচার স্বত্ব কিনলো অ্যামাজন

ছয় মাস পিছিয়ে গেল আফ্রিকান নেশনস কাপ

ছয় মাস পিছিয়ে গেল আফ্রিকান নেশনস কাপ