তিন গোলে এগিয়ে থাকার পরও শেষ পর্যন্ত সেভিয়ার সঙ্গে পয়েন্ট খুইয়ে আসতে হয়েছে প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুলকে।
মঙ্গলবার স্পেনে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক সেভিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ০-৩ গোলে এগিয়ে যায় সফরকারী লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে তিন গোলই শোধ করে দেয় স্প্যানিশ লা লিগার ক্লাবটি। ফলে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।
পয়েন্ট ভাগাভাগির পরও ই’ গ্রুপের পয়েন্ট টেবিলে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। তবে বিগত ৯ আসরের মধ্যে প্রথমবারের মত শেষ ষোলতে জায়গা পেতে হলে আরও পয়েন্ট সংগ্রহ করতে হবে ইংলিশ ক্লাবকে। আগামী ৬ ডিসেম্বর ইউরো টুর্নামেন্টের গ্রুপ পর্বে তারা আথিথেয়তা দেবে স্পার্তাক মস্কোকে।
বড় ব্যবধানে লিড নিয়েও পয়েন্ট খোয়ানো লিভারপুল মানষিকভাবে এখনো দুর্বল নয় বলে মন্তব্য করেছেন ক্লাবটির প্রধান কোচ জার্গেন ক্লপ। জার্মানির এই কোচ বলেন, ‘আজকের রাতে সঠিক খেলাটি খেলতে পারিনি। তবে এর মানে এই নয় যে এটি নিয়মিত সমস্যা। এটি হয়ে গেছে। এ রকম পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমাদের আরও অভিজ্ঞতার প্রয়োজন। আপনারা যদি প্রশ্ন করেন আমরা অপেক্ষাকৃত ভাল করেছি কিনা? তাহলে জবাবে বলব শতভাগ, যদি প্রশ্ন করেন এটি মানষিক কোন সমস্যা কিনা? বলব কোনভাবেই নয়।’
ম্যাচের ২য় মিনিটেই রবার্তো ফিরমিনোর গোলে এগিয়ে যায় লিভারপুল (১-০)। ২২তম মিনিটে সাদিও মানের গোলে দ্বিগুন ব্যবধানে পৌছে যায় সফরকারী লিভারপুল। ৮ মিনিট পর ফিরমিনো ফের গোল করলে আধাঘণ্টার মধ্যেই ৩-০ গোলের লিড পেয়ে যায় লিভারপুল। শেষ পর্যন্ত ওই লিড নিয়েই বিরতীতে যায় তারা।
তবে দ্বিতীয়ার্ধে এসে ম্যাচের চেহারা পাল্টে যায়। ৫১তম মিনিটে এভার বানেগার ফ্রি কিকের বল দর্শনীয় হেডের সাহায্যে সফরকারীদের জালে জড়িয়ে স্বাগতিক দর্শকদের মুখে হাসি ফুটিয়ে তুলেন স্বাগতিক তারকা ভিসাম বেন ইয়েদার (১-৩)। ৬০ তম মিনিটে পেনাল্টি থেকে বুদ্ধিদীপ্ত শটের মাধ্যমে ফের গোল করে ব্যবধান আরও কমিয়ে আনেন ইয়েদার (২-৩)।
ম্যাচের শেষ মিনিটে গুইদো পিজ্জারো লক্ষ্য ভেদ করলে সমতায় ফিরে আসে সেভিয়া (৩-৩)। এর ফলে নিজেদের মাঠে বছর ধরে অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখতে সক্ষম হল লা লিগার ক্লাবটি।
খেলা শেষে সেভিয়ার কোচ এডুয়ার্ডো বেরিজ্জো বলেন, ‘এটি ছিল অসাধারণ, স্মরণীয় একটি ম্যাচ। আমরা ইতিবাচক থাকার পুরো মনোভাব ধরে রেখেছি। পুরো দলের মধ্যে একটি মনেপ্রাণে চেস্টা করার তাড়না ছিল।’
এদিকে লিভারপুল পয়েন্ট ভাগাভাগি করলেও পিছিয়ে পড়ে জর্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ডকে শেষ পর্যন্ত ২-১ গোলে পরাজিত করেছে প্রিমিয়ার লিগের আরেক ক্লাব টোটেনহ্যাম হটস্পার্স। মঙ্গলবার ৩১তম মিনিটে পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের গোলে স্বাগতিক ডর্টমুন্ড এগিয়ে গেলেও ৪৯ ও ৭৬তম মিনিটে যথাক্রমে হ্যারি কেন ও সন হিউং মিনের গোলে ১-২ গোলে জয় নিশ্চিত করে স্পার্সরা। এই ফলাফলে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করা স্পার্সদের সংগ্রহ দাঁড়িয়েছে ১৩ পয়েন্ট। ফলে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে পিছিয়ে রেখে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও দখলে রেখেছে তারা।