কাওয়াসাকিকে হারালো পিএসজি, মেসির গোল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২০ জুলাই ২০২২
কাওয়াসাকিকে হারালো পিএসজি, মেসির গোল

প্রাক মৌসুম প্রস্তুতিতে ফরাসি ক্লাব পিএসজির বর্তমান ঠিকানা জাপান। সেখানে স্থানীয় ক্লাব কাওয়াসাকির মুখোমুখি হয়েছিল পিএসজি। ওই ম্যাচে ২-১ গোলে জিতেছে পিএসজি। স্বাগতিকদের বিপক্ষে গোল করেছিলেন লিওনেল মেসি।

বুধবার (২০ জুলাই) জাপানিজ ক্লাব কাওয়াসাকির বিপক্ষে মাঠে নামে পিএসজি। ম্যাচের শুরু থেকেই ছিল পিএসজির প্রভাব। এদিন শুরুর একাদশে শক্তিশালী দল নিয়ে মাঠে নামে পিএসজি। আক্রমণভাগে শুরু থেকেই ছিলেন লিওনেল মেসি, এমবাপে ও নেইমাররা।

পূর্ণ শক্তির দল নিয়ে নামলে গোল পেতে আধা ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে পিএসজিকে। ম্যাচের ৩২তম মিনিটে আশরাফ হাকিমির সহায়তায় ডেডলক ভাঙেন লিওনেল মেসি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।

বিরতি থেকে ফেরার সময় এমবাপে ও নেইমারকে তুলে নেন পিএসজি কোচ গাল্টিয়ের। আক্রমণভাবে একমাত্র মেসিকে রেখেই নতুন একাদশ নামান কোচ।

দ্বিতীয়ার্ধেও গোল পেতে বেশ অপেক্ষা করতে হয় ফরাসি জায়ান্টদের। ম্যাচের ৫৮তম মিনিটে বেরনেটের সহায়তায় দলের ব্যবধান দ্বিগুণ করেন মুনিয়া।  তবে সেই লিড খুব বেশি সময় ধরে রাখতে পারেনি পিএসজি।

ম্যাচের ৮৪তম মিনিটে কাওয়াসাকির হয়ে ব্যবধান কমান ইয়ামামুরা। এরপর অবশ্য চেষ্টা করেও আর গোল করতে পারেনি পিএসজি কিংবা কাওয়াসাকি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতেই মাঠে ছাড়ে সফরকারীরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিকে নিজেদের ডেরায় চায় ইন্টার মিয়ামি

মেসিকে নিজেদের ডেরায় চায় ইন্টার মিয়ামি

নেইমারের বদলি সিটির সিলভাকে চায় পিএসজি!

নেইমারের বদলি সিটির সিলভাকে চায় পিএসজি!

ছুটি কমিয়ে আগেভাগে পিএসজির অনুশীলনে মেসি

ছুটি কমিয়ে আগেভাগে পিএসজির অনুশীলনে মেসি

পিএসজিতে পচেত্তিনোর উত্তরসূরি গাল্টিয়ের

পিএসজিতে পচেত্তিনোর উত্তরসূরি গাল্টিয়ের