২০২১-২২ মৌসুমের পর জুভেন্টাস ছেড়ে দিয়েছিলেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। এরপর থেকেই তার নামের সাথে অনেকগুলো ক্লাব নিয়ে গুঞ্জন তৈরি হলেও শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাব রোমাতেই যাচ্ছেন তিনি। তাকে তিন বছরের জন্য নিজেদের ডেরায় নিয়েছে ক্লাবটি।
সর্বশেষ মৌসুমে কনফারেন্স লিগ জেতা রোমার কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ‘স্পেশাল ওয়ান’ খ্যাত হোসে মরিনহো। তার দায়িত্ব নেওয়ার পর থেকেই দারুণ সব ফুটবলারদের দলে ভেড়াচ্ছে ক্লাবটি। এরই অংশ হিসেবে যোগ দিলেন দিবালা।
জুভেন্টাসের সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ছিলেন পাওলো দিবালা। তাই তাকে দলে নিতে কোনো অর্থ খরচ করতে হয়নি ক্লাবটিকে।
তিন বছরের চুক্তিতে রোমাতে যোগ দিলেও মেয়াদ আরো এক বছর বাড়ানোর সুযোগ রাখছে দলটি। প্রতি মৌসুমে ৬ মিলিয়ন ইউরো বেতন পেতে পারেন বলে ধারণা ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর।
রোমায় যোগ দেওয়ার আগে জুভেন্টাসে সাত মৌসুম খেলেছিলেন পাওলো দিবালা। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত ২৯৩ ম্যাচ খেলে দলটির হয়ে করেছিলেন ১১৫ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪৮ গোল।
ক্লাব ফুটবলে একাদশে নিয়মিত জায়গা পেলেও জাতীয় দলের জার্সিতে এখনো নিজের ছায়া হয়ে আছেন পাওলো দিবালা। ২০১৫ সালে অভিষেকের পর এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে ৩ গোল করেছিলেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর