এক মৌসুম আগেই বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছেন লিওনেল মেসি। ফরাসি ক্লাবটির সাথে চুক্তির মেয়াদ শেষ হলে মেসির ভবিষ্যত গন্তব্য কি হবে? এমন প্রশ্ন মাঝে মাঝেই ঘুরপাক খায়। মেসি চাইলেই বেছে নিতে পারেন ইন্টার মিয়ামিকে। কারণ, তারা যে আগ্রহভরে অপেক্ষা আছে মেসি তাদের ক্লাবে যোগ দিবেন।
ইউরোপিয়ান ফুটবলে হাপিয়ে পড়া ফুটবলারদের ক্যারিয়ারের অন্তিম গন্তব্য হিসেবে বেশি জনপ্রিয় জায়গা মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)। মেসিও তাই এই লিগটিকে বেছে নিতে পারেন বলে মনে করে এমএলএসের দল ইন্টার মিয়ামি।
দলটির পরিচালক জাভিয়ের অ্যাসেনসি মেসিকে দলে ভেড়ানোর ইচ্ছার কথা জানান। তিনি বলেন, “এমএলএসের কয়েকটি ক্লাব মেসির সাথে যোগাযোগ করছে। তাদের মতো মিয়ামিও মেসিকে দলে ভেড়াতে বেশ আগ্রহী।”
ইন্টার মিয়ামিতে খেলছেন মেসির সাবেক জাতীয় দল সতীর্থ গঞ্জালো হিগুয়েন। কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ফিল নেভিলের মতো কিংবদন্তি ফুটবলার। তাই আরো বেশি আশাবাদী ইন্টার মিয়ামি কর্তৃপক্ষ।
২০২১ সালের জুনে দুই বছরের চুক্তিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন লিওনেল মেসি। দলটির সাথে আসন্ন ২০২২-২৩ মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হবে। যদিও আরো এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রেখেছে দুই পক্ষ।
ইন্টার মিয়ামি ইচ্ছা প্রকাশ করলেও এখনো মেসির পক্ষ থেকে মেলেনি কোনো সাড়া। এখন অপেক্ষা পিএসজির সাথে মেসির চুক্তির মেয়াদ শেষ হওয়ার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর