শুরু হলো ফুটবল বিশ্বকাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৪ পিএম, ১৪ জুন ২০১৮
শুরু হলো ফুটবল বিশ্বকাপ

দীর্ঘ ৪ বছরের প্রতীক্ষার পর শুরু হলো ফুটবলের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো রাশিয়া ফুটবল বিশ্বকাপ। বাংলাদেশ সময় রাত ৮.৫০ মিনিটে বিশ্বকাপের উদ্বোধন ঘোষণা করেন ভ্লাদিমির পুতিন।

১৯৩০ সালের পর থেকে শুরু হওয়া ফুটবল বিশ্বকাপ দিন দিনে হয়েছে আরও আধুনিক। সেই আধুনিকতার ছোয়া লেগেছে এবারের বিশ্বকাপে। উদ্বোধনের পর উদ্বোধনী খেলায় স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরব মুুখোমুখি হন। ৮১ হাজার দর্শক ধারণ ক্ষমতা লুজনিকি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ফুটবল শেষ হয়েছে চার বছর আগে। মনে হচ্ছে এই তো সেদিনের কথা। এখনও ব্রাজিল বিশ্বকাপের সোনালি রঙ আর হাসি-কান্নার নানা ঘটনা ফুটবল অনুরাগীদের চোখে লেগে আছে। জার্মানির চ্যাম্পিয়ন হওয়া, ফাইনালের অতিরিক্ত সময়ে একমাত্র গোল হজম করে আর্জেন্টিনার হেরে যাওয়া, জার্মানির কাছে ৭-১ গোলে ব্রাজিলের সেই হারের কথা দর্শকের কাছে যেন গতকাল বিকেলের ঘটনা।

বিশ্বকাপ ফুটবল যেন পায়ের জাদু দেখানোর বড় মঞ্চ। ফুটবল দুনিয়া তো সেই জাদু দেখবেই, যারা হাতের জাদু দেখান তারাও ফুটবলের জাদু দেখে মোহিত হন। মেসি, নেইমার, রোনালদোর দিকে ফোকাস থাকবে ফুটবল দুনিয়ার। সবার চোখ ফাঁকি দিয়ে আবার জার্মানি কিংবা বেলজিয়াম ট্রফি নিয়ে যায় কিনা তা দেখার অপেক্ষায় থাকতে হবে ১৫ জুলাই পর্যন্ত।



শেয়ার করুন :


আরও পড়ুন

ফুটবল বিশ্বকাপের মাঠে থাকবে বাংলাদেশের নাম

ফুটবল বিশ্বকাপের মাঠে থাকবে বাংলাদেশের নাম

ফুটবল বিশ্বকাপের খেলা দেখাবে বাংলাদেশের তিন টিভি

ফুটবল বিশ্বকাপের খেলা দেখাবে বাংলাদেশের তিন টিভি

যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় হবে ২০২৬ বিশ্বকাপ

যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় হবে ২০২৬ বিশ্বকাপ

সেই রেকর্ডে ভাগ বসাবে কি জার্মানি?

সেই রেকর্ডে ভাগ বসাবে কি জার্মানি?