নেইমারের বদলি সিটির সিলভাকে চায় পিএসজি!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৫ পিএম, ২০ জুলাই ২০২২
নেইমারের বদলি সিটির সিলভাকে চায় পিএসজি!

নেইমারকে আর ক্লাবে রাখতেই চায় না ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। কয়েকদিন আগেই পিএসজির মালিক নাসের আল খেলাইফি ইঙ্গিত দিয়েছিলেন ভালো প্রস্তাব পেলে বিক্রি করে দান এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে।

তবে নেইমারের বেতন ও ট্রান্সফার ফি বিবেচনায় কোনো ক্লাবই আহামরী আগ্রহ দেখাচ্ছে না। তাই পিএসজিও এখন পর্যন্ত তাকে বিক্রি করার ব্যাপারে বেশিদূর আগাতে পারেনি।

তবে স্প্যানিশ সংবাদপত্র মার্কার খবর অনুযায়ী, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির পর্তুগিজ স্টাইকার বার্নাদো সিলভাকে দলে আনতে নেইমারকে দিতে চায় পিএসজি। ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে দল থেকে তাড়াতে এমন এক প্রস্তাব সিটির কাছে পাঠিয়েছে তারা। 

যদিও সিটিজেন বস একাধিকবার জানিয়েছেন সিলভাকে বিক্রি করবেন না। পর্তুগিজ স্ট্রাইকার তার পরিকল্পনার অন্যতম অংশ। পিএসজির আগে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও চেষ্টা করেছিল সিলভাকে দলে ভেড়াতে, কিন্তু শেষ পর্যন্ত হতাশই হতে হয়েছে তাদেরকে।

‘স্বয়ংক্রিয়ভাবে’ বাড়লো নেইমারের চুক্তির মেয়াদ

অন্যদিকে, পিএসজির নতুন বস ক্রিস্টোফি গ্যালতিয়ের নেইমারকে দলে চান। পিএসজির অনুশীলনে যোগ দিয়েই বলেছিলেন, নেইমারকে নিয়েই পরিকল্পনা সাজাতে চান।

কিন্তু পিএসজির মালিকপক্ষ কোচের কথায় সায় দিচ্ছে না। তারা নেইমারকে আর ক্লাবেই দেখতে চায় না। 

 sportsmail24

নেইমার নিজে অবশ্য অনেকবার জানিয়েছেন ফরাসি ক্লাবটিতে তিনি সুখেই আছেন। ক্লাব ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নাই তার। 

এদিকে সর্বশেষে চুক্তির শর্ত অনুযায়ী ২০২২ সালে ১ জুলাই পর্যন্ত পিএসজিতে থাকলে স্বয়ংক্রিয়ভাবে চুক্তির মেয়াদ দুই বছর বেড়ে যাবে।

অথচ পিএসজির নতুন বস চান, নেইমার ক্লাবেই থাকুক!

অর্থাৎ নেইমারের সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ এখন ২০২৭ সাল পর্যন্ত বৃদ্ধি হয়েছে। ১ জুলাই থেকেই এটা কার্যকর হয়েছে।

২০১৭ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে রেকর্ড ফিসে নেইমারকে দলে ভিড়িয়েছিল পিএসজি।  পিএসজির জার্সিতে পাঁচ বছরে এখন পর্যন্ত ১৪৬ ম্যাচে মাঠে নেমেছেন নেইমার। এ সময়ে তার গোল ১০৩টি। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

আদালতে আর্জেন্টিনা, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা!

আদালতে আর্জেন্টিনা, ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে অনিশ্চয়তা!

উইংয়ে নেইমারকে খেলানো হবে ‘গাধার’ কাজ: তিতে

উইংয়ে নেইমারকে খেলানো হবে ‘গাধার’ কাজ: তিতে

পিএসজি সভাপতির ইঙ্গিত, নেইমারকে বিক্রি করে দিতে পারে

পিএসজি সভাপতির ইঙ্গিত, নেইমারকে বিক্রি করে দিতে পারে

রোনালদোকে না কেনার ‘সিদ্ধান্ত’ অ্যাটলেটিকো মাদ্রিদের

রোনালদোকে না কেনার ‘সিদ্ধান্ত’ অ্যাটলেটিকো মাদ্রিদের