ডাচ ক্লাব আয়্যাক্সে থাকার সময়েই ডাচ ফুটবলার ম্যাথিয়াস ডি লিটের প্রতি আগ্রহ দেখিয়েছিল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তবে যে যাত্রায় খালি হাতে ফিরতে হয়েছিল তাদের। অবশেষে তাদের ইচ্ছা পূরণ হচ্ছে। ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে বায়ার্নে যেতে রাজি হয়েছেন লিট।
লিটকে বায়ার্নের কাছে বিক্রি করে আপাতত নগদ সাত কোটি ইউরো পাচ্ছে জুভেন্টাস। এছাড়া পারফরম্যান্স–বিষয়ক বিভিন্ন বেতন-বোনাস মিলিয়ে আরও এক কোটি ইউরো আয় করার সুযোগ থাকছে তাদের জন্য।
পাঁচ বছরে চুক্তিতে বায়ার্ন মিউনিখে যাচ্ছেন ডি লিট। ২০২৭ সাল পর্যন্ত বাভারিয়ানদের হয়েই মাঠ মাতাবেন এই ডাচ ফুটবলার।
সদ্যই ক্লাব ছেড়ে গেছেন দলের অন্যতম সেরা স্ট্রাইকার রবার্ট লেভানডভোস্কি। তাই তার জায়গায় নতুন কোনো স্ট্রাইকারকে দলে ভেড়াবে বায়ার্ন, এমনটাই ধারণা করেছিল সবাই।
আরও তিন বছর বায়ার্ন মিউনিখে থাকবেন জিনাব্রি
কিন্তু স্ট্রাইকার নয়, রক্ষণভাগের ফুটবলার কিনে সবাইকে চমে দিলো জার্মান ক্লাবটি। অথচ দায়োত উপামেকানো, লুকাস হার্নান্দেজ, বেঞ্জামিন পাভার ও তাঙ্গি কুয়াসির মতো একগাদা প্রতিভাবান রক্ষণভাগের ফুটবলার রয়েছে বায়ার্নের ঢেরায়।
টানা দশবার জার্মান লিগ জেতা বায়ার্ন মিউনিখের সঙ্গে কিছুদিন আগেই চুক্তি নবায়ন করেছেন জিনাব্রি। এছাড়া দলে এসেছেন সেনেগালের সাদিও মানে! জার্মান গণমাধ্যমে গুঞ্জন উঠেছে, খুব দ্রুত হয়তো রক্ষণভাগের ফুটবলার বিক্রি করবে তারা।
২০১৯ সালে ডাচ ক্লাব আয়্যাক্সের হয়ে দারুণ পারফর্ম করে ফুটবল বিশ্বের নজড় কেড়েছিলেন লিট। এরপরই জুভেন্টাস তাকে উড়িয়ে নিয়ে যায়।
তিন বছরে জুভদের হয়ে ৮৭ ম্যাচে মাঠে নেমেছেন লিট। এ সময়ে তার নামের পাশে যোগ হয়েছে আটটি গোল।
স্পোর্টসমেইল২৪/এসকেডি