স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলেসে যোগ দিয়েছেন গ্যারেথ বেল। ইতিমধ্যে দলটার হয়ে অভিষেকও হয়ে গেছে এই ওয়েলস ফুটবলারের।
নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে ছিলেন বেল। কিন্তু যুক্ত্ররাষ্ট্রের গরম প্রচন্ড ভোগাচ্ছে তাকে। গরম নিয়ে বেশ ভালো বিড়ম্বনায় পড়েছেন তিনি।
সোমবার (১৮ জুলাই) ন্যাশভিল এসসির বিপক্ষে এমএলএসে অভিষেক হয়েছে বেলের। লস এঞ্জেলসের ২-১ গোলে জয়ের ম্যাচে বিরতির পর বদলি হিসেবে নেমে ২০ মিনিট মাঠে ছিলেন তিনি।
২০ মিনিটেই বেশ কয়েকবার ফুটবল পায়ে ঝলক দেখিয়েছন বেল। তবে গরমকে কোনোভাবে সামলাতে পারছেন না তিনি। বলেন, “আর্দ্রতা ছিল অসহ্য রকমের, এমনকি ওয়ার্মআপের সময়ও ভুগতে হয়েছিল। এটি এমন কিছু, যার সঙ্গে আমি অভ্যস্ত নই। এতটা তাপ, টিভিতে দেখে বোঝা সম্ভব নয়।”
দ্বিতীয় চেষ্টায় সফল মরিনহো, দিবালা গেলেন রোমায়
বেলের ক্যারিয়ারে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ও লা লিগায় খেলার অভিজ্ঞতা রয়েছে। বিশ্বের অন্যতম সেরা এই দুই লিগের সঙ্গে এমএলএসের আহামরী পার্থক্য দেখছেন না তিনি।
বেল চেষ্টা করছেন নতুন ঠিকানায় দ্রুত মানিয়ে নিতে। অনুশীলন শেষে ভিডিও দেখেও নতুন ক্লাবের কৌশলের সঙ্গে নিজেকে আয়ত্ত করতে চাইছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলার।
“আমি বলব না (এমএলএসের খেলার ধরন) ভিন্ন, এটা শুধু দলের আদর্শের সঙ্গে অভ্যস্ত হওয়ার বিষয়। অনুশীলনে আমরা প্রতিদিন এটি নিয়ে কাজ করছি। আমি কোচদের সঙ্গে অনুশীলনের আগে এবং পরে এ বিষয়ে বেশি করে ভিডিও দেখছি” যোগ করেন বেল।
এমএলএসে ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকার ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে বেলের দল লস অ্যাঞ্জেলেস।
স্পোর্টসমেইল২৪/এসকেডি