রাশিয়া ফুুটবল বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনসহ আরও দুটি বেসরকারি টিভি চ্যালেন। ‘বিশ্বকাপ ফুটবল সম্প্রচার ও বাংলাদেশ প্রেক্ষিত’ বিষয়ে আলোচনা সভা শেষে হেয়ার রোডের বাসভবন নিলয়ে তথ্যমন্ত্রী ও সাবেক কৃতি ফুটবলার হাসানুল হক ইনু এ তথ্য জানিয়েছেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘ফিফার সদস্য এবং ফুটবলপ্রেমী জনগণের দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের খেলাগুলো দেখা ও বিশ্লেষণ করা আমাদের দায়িত্ব। বাংলাদেশ টেলিভিশন, মাছরাঙা টিভি ও নাগরিক টিভিসহ বেসরকারি গণমাধ্যমগুলো রাশিয়াতে আগামীকাল থেকে বিশ্বকাপের আসর দেশব্যাপী সম্প্রচারের ব্যবস্থা নিয়েছে।’
এ সময় অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশ এক সময় ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশা ব্যক্ত করেছেন সাবেক এ কৃতি ফুটবলার। তিনি বলেন, প্রমীলা ক্রিকেট দলের এশিয়া কাপ জয়, পুরুষ ক্রিকেট দলের বিশ্বখ্যাতি, ফুটবল দলের অগ্রযাত্রার পাশাপাশি শ্যুটিংসহ সকল ক্রীড়ায় দেশ দৃপ্ত পায়ে এগিয়ে চলেছে।
ইনু বলেন, বিশ্বকাপের সময়ে দেশের ক্রীড়াঙ্গনের সংগঠক, খেলোয়াড়, প্রশিক্ষকেরা গণমাধ্যমে আলোচনার মাধ্যমে দেশের ক্রীড়ামোদী জনগণকে উজ্জীবিত করবে, জাতিকে আরো ক্রীড়ামুখী করবে।