বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন জার্মান ফুটবলার সার্জ জিনাব্রি। নতুন চুক্তিতে ২০২৬ সালে পর্যন্ত আলিয়াঞ্জ এরিনাতেই থাকবেন ২৭ বছর বয়সি এই ফুটবলার।
শনিবার (১৬ জুলাই) ক্লাবের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জিনাব্রির চুক্তি নবায়নের বিষয়ে নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।
শেষ কয়েকদিনে জিনাব্রির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলছিল জার্মান গণমাধ্যমে। আদৌ তিনি বায়ার্ন মিউনিখে থাকবেন কিনা সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিল একাধিক জার্মান গণমাধ্যম।
তবে সব গুঞ্জনকে মিথ্যা প্রমান করে বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই আরও তিন বছর বাড়িয়ে নিলেন জিনাব্রি।
????️ @Brazzo:
— FC Bayern Munich (@FCBayernEN) July 16, 2022
"The negotiations were good and fair. We're happy that he's staying. We've already won a lot of silverware together but I think there is more to come."#MiaSanMia #FCBayern #Gnabry2026 pic.twitter.com/vGIEUu4vzq
বায়ার্ন মিউনিখের সাম্প্রতিক সময়ের সাফল্যের অন্যতম মূল কাণ্ডারি রবার্ট লেভানডভোস্কি বার্সেলোনাতে চলে যাওয়ায় হতাশ সমর্থকরা। এর মধ্যে জিনাব্রির চুক্তি নবায়নের খবর নিশ্চয়ই তাদের মুখে হাসি ফোটাবে।
চুক্তি নবায়ন করে উচ্ছ্বসিত জিনাব্রি। বলেন, “একজন খেলোয়াড় হিসেবে আগামী বছর গুলোতে কি চাই সেসব নিয়ে আমি অনেক চিন্তা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছিল বায়ার্নে (মিউনিখ) থেকে যাওয়ার। এটা (চুক্তি নবায়ন) আমার জন্য বিশেষ কিছু, কারণ এখানে আমার বন্ধুদের সাথে খেলতে পারছি। এখানে আমি আরও অনেক কিছু অর্জন করতে চায়।”
জিনাব্রির সঙ্গে চুক্তি নবায়ন করার পর তাকে ক্লাবের ভবিষ্যৎ বলে আখ্যা দেন বায়ার্ন মিউনিখ সভাপতি হারবার্ট হেইনার। বল পায়ে জিনাব্রিকে দেখা খুবই সুখের দৃশ্য বলে মনে করেন তিনি।
স্পোর্টসমেইল২৪/এসকেডি