যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় হবে ২০২৬ বিশ্বকাপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৮ এএম, ১৪ জুন ২০১৮
যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় হবে ২০২৬ বিশ্বকাপ

ফুটবলে সবচেয়ে বড় আসর ‌‘ফুটবল বিশ্বকাপ’ শুরু হচ্ছে রাশিয়ায়। এরই মধ্যে জানা গেল ২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজনকদের নাম। আট বছর পর ফুটবলের এ আসর যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

মস্কোতে আজ (বুধবার) ফিফা সদস্যদের ভোটে মরক্কোকে হারিয়ে এ তিন দেশ আয়োজক হওয়ার স্বীকৃতি লাভ করেছে। ২০১৮ বিশ্বকাপের আগে মস্কোতে ফিফা কংগ্রেসে মোট ২০৩ ভোটের মধ্যে ১৯৯ ভোট পড়ে। যার মধ্যে উত্তর আমেরিকার তিন দেশ ভোট পেয়েছে ১৩৪টি। আর মরক্কো পেয়েছে ৬৫ ভোট।

সর্বশেষ ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপের পর প্রথমবারের মত উত্তর আমেরিকায় ফিরছে ফুটবলের বিশ্বকাপ আসর। আধুনিকতা, সুন্দর স্টেডিয়াম এবং উন্নত যাতায়াত ব্যবস্থার কারণে ডেলিগেটসরা উচ্চস্বরে উত্তর আমেরিকাকে সমর্থন জানায়। পক্ষান্তরে আফ্রিকায় একটি ‘ইউরোপিয়ান’ বিশ্বকাপ আয়োজনের প্রতিশ্রুত দিয়েছে মরক্কো।

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন করবে কাতার। তবে কাতারে ফুটবলের এ আসর নিয়ে রয়েছে নানা বিতর্ক। দুর্নীতিসহ নানা অমানবিক আচরণের অভিযোগে বিশ্বকাপ আয়োজনের কাতারের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ উঠেছে। বলা হচ্ছে কাতারে অনুষ্ঠিত না ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে পারে।



শেয়ার করুন :


আরও পড়ুন

রাশিয়া বিশ্বকাপে ভাঙতে পারে ১০টি রেকর্ড

রাশিয়া বিশ্বকাপে ভাঙতে পারে ১০টি রেকর্ড

রাশিয়া বিশ্বকাপে ভিএআর দেখেও লাল কার্ড

রাশিয়া বিশ্বকাপে ভিএআর দেখেও লাল কার্ড

বিশ্বকাপের একদিন আগে স্পেন কোচ জুলিয়ান লোপেতেগুই বহিষ্কার

বিশ্বকাপের একদিন আগে স্পেন কোচ জুলিয়ান লোপেতেগুই বহিষ্কার

রাশিয়া বিশ্বকাপ পরিচালনায় ৪৬ দেশের রেফারি

রাশিয়া বিশ্বকাপ পরিচালনায় ৪৬ দেশের রেফারি