ইরানের ভিসা থাকায় যুক্তরাষ্ট্রে যেতে পারলেন না জাভি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৭ জুলাই ২০২২
ইরানের ভিসা থাকায় যুক্তরাষ্ট্রে যেতে পারলেন না জাভি

প্রাক মৌসুমের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে একাধিক ম্যাচ খেলবে বার্সেলোনা। সে মোতাবেক শনিবার (১৬ জুলাই) পুরো বার্সেলোনা দল মার্কিন মুলুকে রওনাও দিয়ে দিয়েছে। তবে পাসপোর্টে ইরানি ভিসার সিল থাকায় যেতে পারেননি কোচ জাভি হার্ন্দান্দেজ। 

এবার প্রাক মৌসুম প্রস্ততিতে বেশ কয়েকটি বড় দলের মুখোমুখি হবে বার্সেলোনা। যার মধ্যে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস অন্যতম। এছাড়া ইন্টার মায়ামি ও  নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষেও মাঠে নামবে স্প্যানিশ ক্লাবটি। 

কিন্তু প্রাক মৌসুমের শুরুতেই অপ্রত্যাশিত ধাক্কা খেলো বার্সেলোনা। বিমানবন্দরে কোচকে রেখেই যুক্তরাষ্ট্রের বিমানে উঠতে হলো পুরো দলকে।

বার্সেলোনার কোচ হওয়ার আগে কাতারের আল সাদ ক্লাবের খেলোয়াড় ও কোচ ছিলেন জাভি। সে সময় দলটির হয়ে ইরানেও সফর করেছেন তিনি। স্বাভাবিকভাবেই তার পাসপোর্টে পড়েছে ইরানে ভিসার সিল।

বার্সেলোনাতেই ‘যাচ্ছেন’ রবার্ট লেভানডভোস্কি

সে কারণেই তাকে যুক্তরাষ্ট্রে যেতে হলে বার্সেলোনা কোচকে নিতে হবে বিশেষ অনুমতি। উদ্ভট এই সমস্যার কথা কালই বুঝতে পারে বার্সেলোনা। তবে আশার বিষয় হচ্ছে, বিশেষ অনুমতি পেতে খুব একটা কাঠখড় পোড়াত হবে না জাভিকে।

‘বিশেষ অনুমতি’ নিয়ে সোমবারই (১৮ জুলাই) মার্কিন মুলুকে যেতে পারবেন বার্সেলোনা বস। এমনকি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামির বিপক্ষে ম্যাচের আগে দলের অনুশীলনেও যোগ দিতে পারবেন জাভি। 

অর্থনৈতিক সংকটকে পাশ কাটিয়ে গ্রীষ্মকালীন দলবদলে একাধিক খেলোয়াড় দলে ভিড়িয়েছে বার্সেলোনা। সদ্য দলে ভেড়া বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভোস্কি মেডিকেল হবে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে। এরপরই হয়তো দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

বার্সেলোনা ছাড়তে চান না সার্জিনো দেস্ত

বার্সেলোনা ছাড়তে চান না সার্জিনো দেস্ত

বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্বে মেক্সিকান কিংবদন্তি মারকুয়েজ

বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্বে মেক্সিকান কিংবদন্তি মারকুয়েজ

প্রাক মৌসুমের শুরুতেই বার্সেলোনার হোঁচট

প্রাক মৌসুমের শুরুতেই বার্সেলোনার হোঁচট

অবশেষে চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছেন দেম্বেলে

অবশেষে চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছেন দেম্বেলে