অর্থনৈতিক সংকট এখনো সম্পূর্ণরুপে কাটিয়ে উঠতে পারেনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তবে কিছুটা হলেও সামাল দিয়ে নতুন খেলোয়াড় দলে ভেড়ানোয় মনোযোগ দিয়েছে তারা। ইতিমধ্যে বেশ কয়েকজন খেলোয়াড় দলে ভিড়িয়েছে তারা।
তবে তার জন্য বেশ কিছু খেলোয়াড় বিক্রি করবে ক্লাবটি। যাতে করে আর্থিক দিকের নতুন করে কোনো ঝামেলায় পড়তে না হয়। বিক্রির তালিকায় অন্যতম অন্যতম মার্কিন ফুটবলার সার্জিনো দেস্ত। ভালো প্রস্তাব পেলে তাকে নতুন মৌসুম শুরুর আগেই বিদায় দিতে চায় বার্সেলোনা।
তবে দেস্ত কিছুতেই ন্যূ ক্যাম্প ছাড়তে রাজি নন। তিনি বার্সেলোনাতেই থাকতে চান। ক্লাবে সুখে আছেন দাবি করে জানান, অন্য কোনো কোনো ক্লাবে যাওয়ার বিষয়ে ভাবতে চান না। বরং ক্লাবের ভবিষ্যৎ নিয়েই কথা বললেন তিনি।
দেস্ত বলেন, “আমি ক্লাবে (বার্সেলোনা) সুখি এবং এখানেই থাকতে চাই। আমরা ইউরোপা লিগ খেলার মতো ক্লাব নই। জানিনা, হয়তো আমরা ভুল করেছি কিন্তু আমাদের অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। আমরা ক্লাবে নতুন যুগ শুরু করতে চাই এবং সেটা করতে সময় লাগবে।”
অবশেষে চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছেন দেম্বেলে
আগের মৌসুমের হতাশা নতুন মৌসুমে সেরা ফুটবলটাই খেলবে বার্সেলোনা, মত দেস্তের। সবাই বার্সেলোনার কাছ থেকে সর্বোচ্চ সেরা ফলই আশা করে বলে মনে করেন তিনি।
“আমরা বার্সেলোনা, সবাই আমাদের থেকে সেরাটাই আশা করে। আমি বিশ্বাস করি নতুন মৌসুম আমাদের জন্য অসাধারণ হতে যাচ্ছে। আমরা সবাই বদ্ধপরিকর, বিশেষ করে এজন্য যে, সামনে বিশ্বকাপ আসছে” যোগ করেন দেস্ত।
২০২০ সালে ডাচ ক্লাব আয়্যাক্স থেকে বার্সেলোনা গিয়েছিলেন। এখনো একাদশে নিয়মিত হতে না পারলেও নিজের সামর্থ্যের স্বাক্ষর রেখেছেন। কিউলদের জার্সি গায়ে এখন পর্যন্ত ৫১টি ম্যাচ খেলেছেন দেস্ত, যেখান দুইটি গোলও রয়েছে।
স্পোর্টসমেইল২৪/এসকেডি