ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদে নিয়োগ পেয়েছেন আয়াক্স আমস্টারডামের সাবেক হেড কোচ এরিক টেন হাগ। দলে এসেই নতুন করে ফুটবলারদের দলে ভেড়ানোর কাজ শুরু করেছেন কোচ। এরই অংশ হিসেবে আয়াক্সের আর্জেন্টাইন সেন্টার ব্যাক লিসান্দ্রো মার্টিনেজকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
বার্সেলোনার ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে দলে ভেড়ানোর বিষয়ে বার্সেলোনার সাথে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও লিসান্দ্রো মার্টিনেজকে নিজেদের ডেরায় নিয়েছে ইউনাইটেড। তাকে দলে ভেড়াতে খরচ পড়বে ৫৫ মিলিয়ন ইউরো।
সবকিছু ঠিকঠাক থাকলে পাঁচ বছরের চুক্তিতে ইউনাইটেডে নাম লেখাবেন লিসান্দ্রো মার্টিনেজ। ২০২৭ সালের জুন পর্যন্ত থাকবে ২৪ বছর বয়সী এই সেন্টার ব্যাকের সাথে ইউনাইটেডের চুক্তি।
চুক্তির মেয়াদ ও তাকে দলে ভেড়ানোর খরচ জানা গেলেও এখনো জানা যায়নি কত বেতনে পাবেন এই আর্জেন্টাইন তারকা। তাকে দলে ভেড়াতে এর আগে লড়াইয়ে ছিল আর্সেনালও।
লিসান্দ্রো মার্টিনেজকে দলে যোগ দিলেও এখনো সিদ্ধান্ত হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। চলতি বছরের ২ জুন ম্যানচেস্টার ইউনাইটেডকে নিজের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন ইউনাইটেড। তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে অনেক ক্লাবই। শেষ পর্যন্ত কোনো ক্লাব হবে রোনালদোর ঠিকানা তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর