বিশ্বকাপের একদিন আগে স্পেন কোচ জুলিয়ান লোপেতেগুই বহিষ্কার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৩ জুন ২০১৮
বিশ্বকাপের একদিন আগে স্পেন কোচ জুলিয়ান লোপেতেগুই বহিষ্কার

রাশিয়া ফুটবল বিশ্বকাপ শুরু হতে মাত্র একদিন বাকি। এর মধ্যে বিশ্বকাপে অংশ নেয়া স্পেনের কোচ জুলিয়ান লোপেতেগুইকে বহিষ্কার করা হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিশ্বকাপের মাত্র একদিন আগে এ ঘোষণা দিয়েছে।

তাকে বহিষ্কারের আগে গত ২৪ ঘণ্টায় তুমুল আলোচনা শুরু হয়েছিল। গুঞ্জন উঠেছিল বহিষ্কারেরও। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। স্প্যানিশ ফুটবল ফেডারেশন ঠিকই ঘোষণা দিয়ে দিলো।

গত মঙ্গলবার বিস্ময়করভাবে রিয়াল মাদ্রিদ ঘোষণা করে, রাশিয়া বিশ্বকাপ শেষে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব গ্রহণ করবেন লোপেতেগুই। এরপরই স্প্যানিশ ফেডারেশন এবং সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

লোপেতেগুই-এর এমন সিদ্ধান্তকে ভালোভাবে নেননি স্প্যানিশ ফুটবল ফেডারেশন সভাপতি রুবিয়ালেস। এমনটা করাকে বিশ্বাসভঙ্গ বলে মনে হয়েছে তাদের। যার ফলে শেষ পর্যন্ত তাকে বহিষ্কারই করা হলো।

এদিকে রাশিয়া বিশ্বকাপে ১৫ জুন মাঠে নামবে স্পেন। ওইদিন পর্তুগালের বিপক্ষে ম্যাচের মাধ্যমে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। তবে হঠাতেই দলের কোচ হারানোর ফলে খেলার মাঝেও এর প্রভাব পড়লে ধারণা করছেন ফুটবল বিজ্ঞরা।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, খুব শিগগিরই তার বদলি একজনের নাম ঘোষণা করা হবে। বিবৃতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানায়, ‘জাতীয় দলের কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছি। তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই।’

গত মাসে স্পেন জাতীয় দলের সঙ্গে চুক্তি নবায়ন করেন লোপেতেগুই। সে হিসেবে ২০২০ সাল পর্যন্ত দলের দায়িত্বে থাকার কথা ছিল। অথচ এরইমধ্যে রিয়াল মাদ্রিদের চাকরি নেয়ার কারণে তার ওপর ক্ষুব্ধ হন লুইস রুবিয়েলস।



শেয়ার করুন :


আরও পড়ুন

রাশিয়া বিশ্বকাপে ভাঙতে পারে ১০টি রেকর্ড

রাশিয়া বিশ্বকাপে ভাঙতে পারে ১০টি রেকর্ড

সেই রেকর্ডে ভাগ বসাবে কি জার্মানি?

সেই রেকর্ডে ভাগ বসাবে কি জার্মানি?

রাশিয়া বিশ্বকাপে ভিএআর দেখেও লাল কার্ড

রাশিয়া বিশ্বকাপে ভিএআর দেখেও লাল কার্ড

জ্যোতিকে নাগরিক সংবর্ধনা দেবে শেরপুর

জ্যোতিকে নাগরিক সংবর্ধনা দেবে শেরপুর