বার্সেলোনা দলের খুঁটি হিসেবে বিবেচিত হয় লা মেসিয়া ফুটবল একাডেমি। সেই একাডেমির গ্রাজুয়েটদের প্রতিযোগিতামূলক ফুটবলে নাম লেখানোর অন্যতম একটি মাধ্যম বার্সা অ্যাথলেটিক (বার্সেলোনা ‘বি’ দল)। সেই দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মেক্সিকান কিংবদন্তি ফুটবলার রাফা মারকুয়েজ। বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা কর্তৃপক্ষ।
স্প্যানিশ লিগের দ্বিতীয় বিভাগে উঠতে ব্যর্থ হয়েছে বার্সা অ্যাথলেটিক। ব্যর্থতার দায়ভার নিয়ে দায়িত্ব ছেড়েছেন সাবেক কোচ সার্জি বারজুয়ান। তার স্থলাভিষিক্ত হয়েছেন রাফা মারকুয়েজ।
দুই মৌসুমের জন্য ক্লাবটির সাথে যুক্ত থাকবেন মারকুয়েজ। শুক্রবার (২২ জুলাই) শুরু হবে তার নতুন মিশন। পরের দিন থেকেই প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করবে বার্সা অ্যাথলেটিক।
দ্বিতীয় দফায় বার্সেলোনার সভাপতির দায়িত্ব নিয়েছেন হুয়ান লাপোর্তে। প্রথম মেয়াদে দায়িত্ব পালন করার সময় ফরাসি ক্লাব মোনাকো থেকে রাফা মারকুয়েজকে খেলোয়াড় হিসেবে দলে ভিড়িয়েছিলেন হুয়ান লাপোর্তে। এবার কোচ হিসেবে তাকে দলে ফেরালেন তিনি।
২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলা রাফা মারকুয়েজ ক্লাবটির হয়ে খেলেছেন ২৪২ ম্যাচ। এই সময়ে দুই চ্যাম্পিয়নস লিগ ও চার লা লিগা শিরোপা জিতেছিলেন মারকুয়েজ। প্রথম মেক্সিকান ফুটবলার হিসেবে তিনি কাতালান ক্লাবটিতে খেলেছিলেন।
বার্সেলোনা ‘বি’ দলের দায়িত্ব নিয়েই প্রতিযোগিতামূলক ফুটবলে কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন মারকুয়েজ। এর আগে বিভিন্ন ক্লাবের বয়সভিত্তিক দলের কোচ হিসেবে কাজ করেছিলেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর