বয়স ৩৫ এর কোটা ছোঁয়ায় স্বাভাবিকভাবেই আলোচনায় নেই স্প্যানিশ মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাস। দল-বদলে ইতালির দ্বিতীয় বিভাগের দলে নাম লিখিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি। ফরাসি ক্লাব মোনাকো ছেড়ে ইতালির দ্বিতীয় বিভাগের দল কোমোর হয়ে খেলবেন।
ফুটবল ক্যারিয়ারের সেরা সময়ে আর্সেনাল, চেলসি ও বার্সেলোনার হয়ে খেলেছেন সেস ফ্যাব্রিগাস। ছিলেন বার্সেলোনার সেরা সময়ের মিডফিল্ডারের অন্যতম ভরসা নাম। সেই ফ্যাব্রিগাসই এবার খেলবেন ইতালির দ্বিতীয় বিভাগের দলে।
তার দল-বদলের বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো। তারা জানিয়েছে, দুই বছরের চুক্তিতে কোমোর হয়ে খেলবেন তিনি। এখানে ঠিক কি পরিমাণ বেতন পাবেন সেই বিষয়টি এখনো জানা যায়নি।
২০২২-২৩ মৌসুমের দ্বিতীয় বিভাগে খেলার সুযোগ পেয়েছে কোমো। ক্লাবটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ইংলিশ ফুটবলার ডেনিস ওয়াইজ। খেলোয়াড়ি জীবনে চেলসি, লেস্টার সিটি ও সাউথহ্যাম্পটনের মতো ক্লাবে খেলেছেন।
ওয়াইজকে ব্যবহার করেই নামকরা ফুটবলারদের নিজেদের দলে ভিড়িয়ে ফুটবল বিশ্বকে চমকে দিতে কাজ করছে ক্লাবটির ইন্দোনেশিয়ান মালিকপক্ষ। এর আগে আর্সেনালের সাবেক ফুটবলার জ্যাক উইলশায়ারকে দলে ভেড়ানোর চেষ্টা করেছিল তারা।
উইলশায়ারকে দলে ভেড়াতে তাকে নিজেদের মাঠে অনুশীলন করার সুযোগ দিয়েছিল কোমো। পরে অবশ্য আর ক্লাবটির সাথে চুক্তিবদ্ধ হননি এই ফুটবলার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর