প্রাক মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি স্প্যানিশ ক্লাব বার্সেলোনার। স্প্যানিশ চতুর্থ বিভাগের দল এস্পোর্টিভো ওলটের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছেন কাতালানরা। যদিও এই ম্যাচে খেলেনি দলটির মূল দল। তবুও জয়ের প্রত্যাশা ছিল ক্লাব সমর্থকদের।
স্প্যানিশ ক্লাব ওলটের শতবর্ষ উদযাপণের অংশ হিসেবে তাদের মাঠে আতিথ্য নিয়েছিল বার্সেলোনা। প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হওয়ায় মূল দলকে বিশ্রামে রেখে একাদশ সাজিয়েছিল কাতালানরা।
দ্বিতীয় সারির একাদশ সাজানোর পরও ওলটের বিপক্ষে তাদের মাঠে ১-১ গোল ড্র করে বার্সেলোনা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল সফরকারীদের। দুই অর্ধে ভিন্ন দুই একাদশ খেলানো বার্সেলোনা ম্যাচের প্রথম গোলটি পেয়েছিলেন প্রথমার্ধে। পরের অর্ধে কোনো গোলই করতে পারেনি কাতালান ক্লাবটি।
প্রথমার্ধের শেষ মুহূর্তে মিকা মারমলের ভুলে পেনাল্টি পায় ওলট। ওই সুযোগ কাজে লাগিয়েই দলটির অধিনায়ক এলোই আমাগাত দলকে সমতায় ফেরান।
প্রাক মৌসুমের প্রথম ম্যাচ হোঁচট খেলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে বার্সেলোনা। পরবর্তী ম্যাচে মার্কিন ক্লাব ইন্টার মিয়ামির মুখোমুখি হবে জাভির দল।
স্পোর্টসমেইল২৪/পিপিআর