বুধবার (১৩ জুলাই) সকালেই ইংলিশ ম্যানচেস্টার সিটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলে দেন ইংলিশ ফুটবলার রাহিম স্টার্লিং। তখনই শেষ কিছুদিন ধরে চলা তার চেলিসিতে যাওয়ার গুঞ্জনে হাওয়া লাগে!
দিনের শেষে চেলসির আনুষ্ঠানিক ঘোষণা আসে, ইতিহাদ ছেড়ে স্টামফোর্ড ব্রিজে যোগ দিচ্ছেন এই ইংলিশ ফরোয়ার্ড। আপাতত লন্ডনের ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
ফুটবলার হিসেবে ওয়েস্ট লন্ডনের ক্লাব কুইন্স পার্ক রেঞ্জার্সে শৈশব কাটিয়েছেন স্টার্লিং। এরপর ২০১০ থেকে ২০১২ পর্যন্ত লিভারপুলের যুবদলেও খেলেছেন। অলরেডে মূল দলে তিন বছর খেলার পর ২০১৫ সালে যোগ দেন ম্যানসিটিতে।
ক্যারিয়ারের সেরা সময়টাই কাটিয়েছেন সাত বছরের সিটি ক্যারিয়ারে। সিটিজেনদের জার্সি গায়ে ৩৩৯ ম্যাচে তার গোল ১৩১টি। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সিটির অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি। সেখানে ৯১ গোল করেছেন এই ইংলিশ ফুটবলার।
ম্যানসিটিতে দারুণ সময় কাটানোর অপেক্ষায় হল্যান্ড
ম্যানচেস্টার সিটির উত্থানে এই ইংলিশ ফুটবলার ছিলেন সামনের দিকেই। ক্লাবের ইতিহাসে ইপিএলে তার চেয়ে বেশি গোল করেছেন শুধু আর্জেন্টাইন ফুটবলার সার্জিও আগুয়েরো।
সিটি ছেড়ে চেলসিতে যেয়ে দারুন উচ্ছ্বসিত স্টার্লিং। বিশেষ শৈশবের শহর লন্ডনে ফেরায় তার উচ্ছ্বাসটা একটু বেশিই। বলেন, “লন্ডন আমার বাড়ি এবং এখানেই আমার সবকিছুর শুরু হয়েছিল। আর এখন আমি প্রতি সপ্তাহে আমার বন্ধু ও পরিবারের সামনে খেলার সুযোগ পেয়েছি, অনুভূতিটা চমৎকার।”
ক্যারিয়ারে এখন পর্যন্ত চারটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও চারটি লিগ কাপ জিতেছেন তিনি। তবে এখনো চ্যাম্পিয়নস লিগ জেতার স্বাদ এখনো পাননি তিনি। ২০২০-২১ সালে সিটির জার্সিতে একবার ফাইনালে উঠলেও চেলসির কাছে হেরে খালি হাতেই ফিরতে হয়েছিল তাকে।
এবার সেই চেলসির জার্সিতেই না জেতা সব শিরোপা জিততে চান ২৭ বছর বয়সী এই ফুটবলার। “ক্যারিয়ারে এখন পর্যন্ত আমি অনেক কিছু অর্জন করেছি। তবে এখনও অনেক কিছু পাওয়ার আছে এবং চেলসির জার্সিতে তা করার অপেক্ষায় আছি আমি” যোগ করেন স্টার্লিং।
স্পোর্টসমেইল২৪/এসকেডি