ফুটবল বিশ্বকাপ টানা দুইবার জয়ের রেকর্ড রয়েছে ইতালি ও ব্রাজিলের। ১৯৩০ সাল থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে আর কোন দলই এ রেকর্ড করতে পারেনি। তবে এবার কি সেই রেকর্ডে ভাগ বসাবে জার্মানি?
জার্মানির রয়েছে একটা শক্তিশালী দল। সেটা গতবারই প্রমাণ দিয়েছে। এবার পারবে কি সেই রেকর্ড গড়তে। সেই লক্ষ্য নিয়েই রাশিয়ায় পা রাখলো জার্মান দল।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বহনকারী বিমান মস্কোর স্থানীয় সময় মঙ্গলবার বিকেলের দিকে এয়ারপোর্টে অবতরণ করে। তারপর একে একে খেলোয়াড়রা নেমে আসেন। জার্মানির গ্রুপটা অন্য গ্রুপগুলোর থেকে কিছুটা সহজ। গ্রুপে সুইডেন, মেক্সিকো ও এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়া।
বিশ্বকাপে খেলতে রাশিয়ায় জার্মানি দল
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেও কোচের প্রত্যাশা পূরণ করতে পারেনি জার্মান দল। অস্ট্রিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে ২-১ গোলে হেরে যায়। আরেক প্রস্তুতি ম্যাচে সৌদি আরবের সঙ্গে ২-১ গোলের কষ্টার্জিত জয়ে কিছুটা স্বস্তি আনলেও মন ভরেনি কোচ ইয়োকিম লোর। কেননা এই সৌদি আরবকেই তারা ২০০২ বিশ্বকাপে ৮-০ গোলে হারিয়েছিল।