অবশেষে চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছেন দেম্বেলে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ১৩ জুলাই ২০২২
অবশেষে চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছেন দেম্বেলে

অবশেষে চুক্তি নবায়ন নিয়ে বার্সেলোনার সঙ্গে ফরাসি ফুটবলার ওসমান দেম্বেলের সমস্ত ঝামেলা মিটলো! লম্বা সময় ধরে চলা নাটকের অবসান শেষে দুই পক্ষই চুক্তি নবায়ন করতে সম্মত হয়েছে। 

২০২১-২২ মৌসুম শেষ হওয়ার আগে থেকে দেম্বেলের সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা করে যাচ্ছিল বার্সেলোনা। একাধিক প্রস্তাব দিলেও সেগুলার সঙ্গে একমত হতে পারছিলেন না ফরাসি ফুটবলার।

এমনকি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, বার্সেলোনার প্রস্তাব ঝুলিয়ে রেখে অন্য ক্লাবের প্রস্তাব বিবেচনা করছেন। এক পর্যায়ে তো বিরক্ত হয়ে চলে যেতেও বলেছিল বার্সেলোনা। 

এমনকি শুরু থেকে যে পরিমান বেতনের প্রস্তাব দিয়ে আসছিল বার্সেলোনা, সাম্প্রতিক সময়ের তার থেকেও অনেক কম বেতনের প্রস্তাব দেওয়া হচ্ছিল। দুই পক্ষের সম্পর্কেরও চূড়ান্ত অবনতি হয়েছিল।

রোনালদো নিজে প্রস্তাব দিয়েছিলেন, ফিরিয়ে দিলো পিএসজি

এদিকে প্রথম থেকে দেম্বেলের প্রতি আগ্রহ দেখানো পিএসজি, চেলসিও আর দেম্বেলে পাওয়ার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাচ্ছিল না। বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শেষ কয়দিনে ক্লাবহীন হয়ে পড়েছিলেন তিনি।

সব মিলিয়ে দেম্বেলের সামনে খুব বেশি বিকল্প ছিল না। যে কারণে উচ্চ বেতনের দাবি থেকে সরে আসতে রীতিমতো বাধ্য হয়েছেন তিনি। আগের বেতনের চেয়ে ৪০% কম টাকায় চুক্তি নবায়ন করেছেন এই ফরাসি ফুটবলার। 

sportsmail24

২০১৭ সালে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে বার্সেলোনায় গিয়েছিলেন দেম্বেলে। পাঁচ বছরের প্রথমভাগে বেশিরভাগ সময়েই ইনজুরিতে নিয়মিত হতে পারেননি একাদশে। 

তবে জাভি হার্নান্দেজ কোচ হয়ে আসার পর ইনজুরি প্রবনতা কমেছে দেম্বেলের। একাদশে নিয়মিত হওয়ার সাথে সাথে ধারাবাহিকভাবে ভালো খেলাও শুরু করেছেন তিনি। অন্যদিকে জাভিও চাইছিলেন দেম্বেলে থেকে যান ন্যূ ক্যাম্পে। 

পাঁচ বছরের বার্সেলোনা ক্যারিয়ারে ১০২ ম্যাচ খেলেছেন দেম্বেলে। যেখানে এই ফরাসি ফুটবলারের গোল রয়েছে ১৯টি।

স্পোর্টসমেইল২৪/এসকেডি  



শেয়ার করুন :


আরও পড়ুন

দল-বদল গুঞ্জনের মধ্যেই বায়ার্নে ‘ফিরেছেন’ লেভানডোভস্কি

দল-বদল গুঞ্জনের মধ্যেই বায়ার্নে ‘ফিরেছেন’ লেভানডোভস্কি

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে শুরু হবে ফুটবল লিগ

যুদ্ধের মধ্যেই ইউক্রেনে শুরু হবে ফুটবল লিগ

‘কিংবদন্তী খেলোয়াড়দের সম্মান দেয় না বার্সেলোনা’

‘কিংবদন্তী খেলোয়াড়দের সম্মান দেয় না বার্সেলোনা’

বার্সেলোনার নতুন নম্বর আট পেদ্রি

বার্সেলোনার নতুন নম্বর আট পেদ্রি