কোচ হয়ে যুক্তরাষ্ট্রে ফিরছেন ওয়েইন রুনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৪ পিএম, ১৩ জুলাই ২০২২
কোচ হয়ে যুক্তরাষ্ট্রে ফিরছেন ওয়েইন রুনি

ডার্বি কাউন্টির কোচের দায়িত্ব ছাড়ার এক মাসের মধ্যে নতুন ঠিকানা বানিয়ে ফেললেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়েইন রুনি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ডিসি ইউনাইটেডের কোচের দায়িত্ব নিয়েছেন তিনি।

ক্যারিয়ারের শেষদিকে এই ক্লাবের হয়েই মাঠ মাতিয়েছিলেন রুনি। সেখানেই এবার নতুন ভূমিকায় ফিরলেন তিনি। ২০১৮ সালে তিন বছরের চুক্তিতে ডিসি ইউনাইটেডে গিয়েছিলেন রুনি।

তবে চুক্তির মাঝপথেই যুক্তরাষ্ট্র ছেড়ে ইংলিশ ফুটবলে ফেরেন তিনি। ২০২০ সালে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল ডার্বি কাউন্টি তাকে কোচ-খেলোয়াড়ের দ্বৈত দায়িত্ব দিয়ে উড়িয়ে আনে। পরের মৌসুমেই অবসর নিয়ে দলটির স্থায়ী কোচের দায়িত্ব নেন তিনি। 

তবে দলটির কোচ হিসেবে রুনির পথচলা বেশিদিন হয়নি। মাত্র ১৭ মাসেই বিদায় বলে দেন ডার্বিকে। তবে এরপর বেশিদিন বেকার থাকতে হলো না ইংলিশ ফুটবলের এই মহাতারকাকে। মাত্র তিন সপ্তাহের মাতায় নতুন দায়িত্ব পেয়ে গেলেন তিনি। 

লিভারপুলকে উড়িয়ে দিয়ে ইউনাইটেডে টেন হাগ যুগের সূচনা

প্রায় দুই বছর মেজর লিগ সকারে খেলার অভিজ্ঞতা রয়েছে রুনির। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইছেন ডিসি ইউনাইটেডের কো-চেয়ারম্যান জেসন লেভিয়েন ও স্টিভ কাপলান।

বলেন, “ওয়েন (রুনি) একজন ফুটবল কিংবদন্তি ও দারুণ সম্ভাবনাময় উঠতি ফুটবল ম্যানেজারদের একজন। আমাদের লিগ সম্পর্কে তার ধারণা আছে এবং খেলোয়াড় হিসেবে এখানে দুই বছরের অভিজ্ঞতায় সে জানে, মেজর লিগ সকারে সফল হতে কী করতে হয়।”

ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ওয়েন রুনি। ইংলিশদের জার্সিতে ১২০ ম্যাচ খেলে ৫৩টি গোল রয়েছে তার।

স্পোর্টস্পমেইল২৪/এসকেডি 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদো নিজে প্রস্তাব দিয়েছিলেন, ফিরিয়ে দিলো পিএসজি

রোনালদো নিজে প্রস্তাব দিয়েছিলেন, ফিরিয়ে দিলো পিএসজি

নারীদের ইউরোতে নরওয়ের জালে ইংল্যান্ডের রেকর্ড ৮ গোল

নারীদের ইউরোতে নরওয়ের জালে ইংল্যান্ডের রেকর্ড ৮ গোল

দল-বদল গুঞ্জনের মধ্যেই বায়ার্নে ‘ফিরেছেন’ লেভানডোভস্কি

দল-বদল গুঞ্জনের মধ্যেই বায়ার্নে ‘ফিরেছেন’ লেভানডোভস্কি

ফুটবলকে বিদায় দিতে নয়, ট্রফি জিততে লস অ্যাঞ্জেলসে এসেছি: বেল

ফুটবলকে বিদায় দিতে নয়, ট্রফি জিততে লস অ্যাঞ্জেলসে এসেছি: বেল