দল-বদল গুঞ্জনের মধ্যেই বায়ার্নে ‘ফিরেছেন’ লেভানডোভস্কি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১২ জুলাই ২০২২
দল-বদল গুঞ্জনের মধ্যেই বায়ার্নে ‘ফিরেছেন’ লেভানডোভস্কি

মৌসুম শেষ হওয়ার আগেই গুঞ্জন উঠেছিল বায়ার্ন মিউনিখ ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় যোগ দিতে চান রবার্ট লেভানডোভস্কি। সেই চুক্তি এখনো আলোর মুখ না দেখলেও ইতিমধ্যেই বায়ার্নে অনুশীলনে ফিরেছেন এই ফুটবলার। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান বিভিন্ন গণমাধ্যম।

প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করেছে বায়ার্ন মিউনিখ। সেই প্রস্তুতির আগে স্বাস্থ্য পরীক্ষা করতে ক্লাবে এসেছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। মঙ্গলবার (১২ জুলাই) তার ক্লাবে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো।

রবার্ট লেভানডোভস্কি ভালোই দড়ি টানাটানি করছেন বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। স্প্যানিশহ ক্লাবটি লেভানডোভস্কিকে দলে নিতে সর্বোচ্চ ৫৫ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজি হলেও বায়ার্নের চাওয়া ৭০ মিলিয়ন ইউরো। এছাড়াও লেভানডোভস্কিকে বিক্রির পুরো অর্থ একেবারে চায় ক্লাবটি। এই নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত না আসায় বায়ার্নেই থাকছেন লেভানডোভস্কি।

এই পোলিশ স্ট্রাইকারের জন্য বায়ার্নের কাছে প্রস্তাব পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তে। তিনি বলেন, “আমরা আমাদের প্রস্তাব পাঠিয়েছে। তারা বিবেচনা করছে। আমরা তাদের প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছি।”

লেভানডভোস্কিকে দলে ভেড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত না আসলেও আন্দ্রেস ক্রিস্টেনসেন ও ফ্রাঙ্ক কেসিকে ইতিমধ্যেই দলে ভিড়িয়েছে বায়ার্ন মিউনিখ। ফরোয়ার্ড লাইনে শূন্যতা পূরণে লেভানডোভস্কিকে দলে চাচ্ছেন বার্সা কোচ জাভি।

সর্বশেষ মৌসুমে ফরোয়ার্ড লাইনের শূন্যতা পূরণে মেম্ফিস ডিপাই ও পিয়েরি এমেরিক অবামেয়াংকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। এবার রবার্ট লেভানডোভস্কিকে পেতে চেষ্টা চালাচ্ছে দলটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

রোনালদো বায়ার্নে মানিয়ে নিতে পারবে না: অলিভার কান

রোনালদো বায়ার্নে মানিয়ে নিতে পারবে না: অলিভার কান

বায়ার্ন কোচের সাথে সম্পর্কে জড়িয়ে দায়িত্ব হারালেন জার্মান নারী সাংবাদিক

বায়ার্ন কোচের সাথে সম্পর্কে জড়িয়ে দায়িত্ব হারালেন জার্মান নারী সাংবাদিক

‘বেনজেমার চেয়ে নিজেকে ভালো প্রমাণ করতে বার্সেলোনায় যেতে চায় লেভানডোভস্কি’

‘বেনজেমার চেয়ে নিজেকে ভালো প্রমাণ করতে বার্সেলোনায় যেতে চায় লেভানডোভস্কি’

বেতন নয়, নতুন চ্যালেঞ্জ নিতেই বায়ার্নে মানে

বেতন নয়, নতুন চ্যালেঞ্জ নিতেই বায়ার্নে মানে